Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Hike: ২০২৪-এ বিস্ফোরণ হতে চলেছে হলুদ ধাতুর ‘আগ্নেয়গিরি’, বিয়ে করুন সাবধানে

Gold Rate Surge: বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে দিতে পারে ২০২৪ সালের সোনার দাম। ফলে অনেকেই এই বছর ২২ ক্যারেটের সোনার বদলে ১৮ ক্যারেটের সোনা বেছে নেবেন। বুদ্ধিমান বিনিয়োগকারীরা সোনার বদলে হিরে বা প্ল্যাটিনামের গহনা কিনে পকেটও বাঁচাবেন, এদিকে অলঙ্কারের ঝাঁপিও ভরাবেন। 

Gold Price Hike: ২০২৪-এ বিস্ফোরণ হতে চলেছে হলুদ ধাতুর 'আগ্নেয়গিরি', বিয়ে করুন সাবধানে
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Jan 04, 2024 | 6:00 AM

নয়া দিল্লি: ২০২৪ সালে সাতপাকে বাঁধা পড়ছেন? বিয়ের কেনাকাটি, বিশেষ করে গহনাগাটি এখনও কেনা হয়নি? তবে আপনার জন্য রয়েছে খারাপ খবর। এই বছরে বিয়ের গহনা কিনতে লেগে খসবে অতিরিক্ত গ্যাঁটের কড়ি। ২০২৪ সালে বাড়বে সোনার দাম। এমনটাই ইঙ্গিত দিল অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিল। জিজেসি (GJC)-র তরফে জানানো হয়েছে, নতুন বছরে ১০ গ্রাম সোনার দাম ৭০ হাজার টাকায় পৌঁছতে পারে।

স্বর্ণব্যবসায়ীদের সংগঠনের তরফে জানানো হয়েছে, মূল্যবৃদ্ধির প্রভাব সোনার দামেও পড়তে চলেছে। মূল্যবৃদ্ধি ও ঋণের মার্কেটে ক্রমাগত সুদের হার বাড়ায় সোনার দামও বৃদ্ধি পাবে। পাশাপাশি বিশ্বে আর্থিক অনিশ্চয়তা ও বিভিন্ন দেশের মধ্য়ে যুদ্ধের কারণেও সোনার দামে বৃদ্ধি হচ্ছে। ২০২৪ সালে ১০ গ্রাম সোনার দাম ৭০ হাজার টাকায় পৌঁছতে পারে।

যদি দেশের আর্থিক পরিস্থিতি খারাপ হয়, তাহলেও সোনার দাম বাড়তে পারে। বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে দিতে পারে ২০২৪ সালের সোনার দাম। ফলে অনেকেই এই বছর ২২ ক্যারেটের সোনার বদলে ১৮ ক্যারেটের সোনা বেছে নেবেন। বুদ্ধিমান বিনিয়োগকারীরা সোনার বদলে হিরে বা প্ল্যাটিনামের গহনা কিনে পকেটও বাঁচাবেন, এদিকে অলঙ্কারের ঝাঁপিও ভরাবেন।

সাম্প্রতিক রিপোর্টে দেখা গিয়েছে ২০২৩ সালে সোনাকেই সবথেকে সুরক্ষিত বিনিয়োগ হিসাবে বেছে নিয়েছেন ক্রেতারা।  মার্কিন মুলুকে সুদের হারে স্থগিতাদেশ ঘোষণা করতেই হু হু করে বাড়তে থাকে সোনার দাম। পাশাপাশি মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অর্থনীতির গতি ধীর হওয়ার কারণেও সোনার বিক্রি বেড়েছে।

সোনার বিনিয়োগে যেহেতু রিটার্নের হার সবথেকে বেশি, সেই কারণে ১৩ শতাংশ সুদের হারে সোনায় বিনিয়োগ করেন অনেকেই। সোনার পাশাপাশি পেপার গোল্ড ও বন্ডেও বিপুল পরিমাণ বিনিয়োগ হয়েছে।