PPF Account: প্রতি মাসে সাড়ে ১২ হাজার রেখে কোটি টাকা রোজগার! কত বছরে দেখুন

দীর্ঘ মেয়াদি বিনিয়োগের জন্য পিপিএফ একটি জনপ্রিয় বিকল্প। বিশেষত অবসর পরবর্তী জীবনে মোটা টাকা পেতে এই বিনিয়োগে ভরসা করেন অনেকই। দীর্ঘ সময় ধরে এই স্কিমে বিনিয়োগ করলে এক কালীন কোটি টাকা রোজগারের সুযোগও থাকবে আপনার সামনে। আসুন দেখে নিই কীভাবে।

PPF Account: প্রতি মাসে সাড়ে ১২ হাজার রেখে কোটি টাকা রোজগার! কত বছরে দেখুন
প্রতীকী ছবি

| Edited By: অংশুমান গোস্বামী

Nov 28, 2023 | 6:15 AM

নয়াদিল্লি: কষ্টার্জিত অর্থ যাতে ঠিক জায়গায় বিনিয়োগ করা যায়, তা নিয়ে চিন্তিত থাকে অনেকে। বর্তমান বাজারে বিনিয়োগের বিকল্পও রয়েছে প্রচুর। কিন্তু সব বিকল্প যে খুব উপযোগী এমন নয়। খোলা বাজারে কিছু বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ হলেও পাশাপাশি জমানো টাকা যাতে নষ্ট না হয়, তা নিয়েও চিন্তিত থাকেন অনেকে। এ জন্য পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগের অন্যতম ভাল উপায়। ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করতে অনেকেই পিপিএফ-এ বিনিয়োগ করে থাকেন। এই বিনিয়োগের ঝুঁকিও অনেকটাই কম।

দীর্ঘ মেয়াদি বিনিয়োগের জন্য পিপিএফ একটি জনপ্রিয় বিকল্প। বিশেষত অবসর পরবর্তী জীবনে মোটা টাকা পেতে এই বিনিয়োগে ভরসা করেন অনেকই। দীর্ঘ সময় ধরে এই স্কিমে বিনিয়োগ করলে এক কালীন কোটি টাকা রোজগারের সুযোগও থাকবে আপনার সামনে। আসুন দেখে নিই কীভাবে।

আপনি যদি প্রতি মাসে সাড়ে ১২ হাজার টাকা জমা করেন। তাহলে প্রতি বছর দেড় লক্ষ টাকা আপনি পিপিএফ অ্যাকাউন্টে জমা করতে পারেন। সাধারণত ১৫ বছর পর ম্যাচিওর হয় পিপিএফ অ্যাকাউন্ট। কিন্তু ম্যাচিওরের পর তা ৫ বছর অবধি বৃদ্ধি করা যায়। অর্থাৎ ২০ বছর ধরে এই অঙ্কের টাকা বিনিয়োগ করলে আপনি ২০ বছর পর ২.২৭ কোটি টাকা পেতে পারেন। বর্তমানে ৭.১০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে পিপিএফ অ্যাকাউন্টে। সেই অঙ্কেই এই হিসাব করা হয়েছে।