Share Market News: ৯ দিন পর ‘অনশন ভাঙল’ শেয়ার বাজার, হাঁফ ছেড়ে বাঁচল দালাল স্ট্রিট
Nifty 50: আজ নিফটি ৫০ অবশেষে ৩০ পয়েন্ট বেড়ে দিন শেষ করেছে। ৫৭ পয়েন্ট এগিয়ে দিন শেষ করল বিএসই সেনসেক্স।

৯ দিন পর অবশেষে সবুজ হল শেয়ার বাজারের সূচক। ৩০ পয়েন্ট বেড়ে দিন শেষ করেছে নিফটি ৫০। ৫৭ পয়েন্ট এগিয়ে দিন শেষ করল বিএসই সেনসেক্স। যদিও একাধিক সংস্থা আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে। এর মধ্যে গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, মান্যবর, পিভিআর আইনক্স, টাটা টেক, বরুণ বেভারেজেস, নাটকো ফার্মা, এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, টিটাগড় রেলসিস্টেমস, বন্ধন ব্যাঙ্ক, কাজারিয়া সেরামিকস, আইআরসিটিসি, টাটা ইনভেস্টমেন্টস, টাটা টেলিসার্ভিস, বিইএমএল, ওয়ার্লপুল ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ডেলিভারি, জিও ফিন সার্ভ, ইরকন ইন্টারন্যাশনাল উল্লেখযোগ্য।
অন্যদিকে আজ পজিটিভ রেজাল্ট দেখা গেলেও লোয়ার সার্কিট হিট করেছে একসঙ্গে ৬টি সংস্থা। এর মধ্যে রয়েছে ডিফেন্স সেক্টরের অন্যতম উল্লেখযোগ্য সংস্থাও।
আজ বাড়ল যারা:
আজ আপার সার্কিট হিট করেছে সন্দুর ম্যাঙ্গানিজ অ্যান্ড আয়রন ওরসের শেয়ারের দাম। এ ছাড়াও প্রায় ২০ শতাংশ বেড়েছে রিলায়েবল ডেটা সার্ভিস। বেড়েছে ইন্ডিয়ান হিউম পাইপ কোম্পানি, গডফ্রে ফিলিপস ইন্ডিয়া ও গ্ল্যাক্সোস্মিথকাইন ফার্মাসিউটিক্যালের শেয়ারের দামও।
আজ পড়ল যারা:
আগের দিনের পর আজও একসঙ্গে লোয়ার সার্কিট হিট করেছে ৬টা সংস্থার শেয়ারের দাম। ২০ শতাংশ করে পড়েছে সুরাটওয়ালা বিজনেস গ্রুপ, জেন টেকনোলজিস, পিক্স ট্রান্সমিশন, ডি ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স ও ম্যাকপাওয়ার সিএনসি মেশিনসের শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
- আজ ডিভিডেন্ড দিল অয়েল ইন্ডিয়া লিমিটেড। শেয়ার প্রতি ৭ টাকা ডিভিডেন্ড দিল তারা।
- শেয়ার প্রতি ১ টাকা ৬৫ পয়সা ডিভিডেন্ড দিল ইরকন ইন্টারন্যাশনাল।
- আইআইএফএল সিকিওরিটিজ আজ শেয়ার প্রতি ৩ টাকা ডিভিডেন্ড দিল।
- আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে একাধিক সংস্থার। যার মধ্যে এবিবি ইন্ডিয়া, ভারতীয় গ্লোবাল, মহেশ ডেভেলপারস উল্লেখযোগ্য।
*১৭ ফেব্রুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
