LPG Cylinder Price: মাসের শুরুতেই বড় ধাক্কা, মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা দিয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম
Commercial LPG Cylinder Price Hike: একদিকে যেমন ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে, তেমনই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার পিছুও ২৪ টাকা করে মূল্য বৃদ্ধি ধার্য করা হয়েছে।
নয়া দিল্লি: মাসের প্রথম দিনেই বড় ধাক্কা। ফের দাম বাড়ল রান্নার গ্যাসের দাম(LPG Cylinder Price Hike)। বাড়ানো হল ১৪.২ কেজি ও ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (Commercial LPG Cylinder) দাম। একদিকে যেমন ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে, তেমনই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার পিছুও ২৪ টাকা করে মূল্য বৃদ্ধি ধার্য করা হয়েছে। ফলে এবার থেকে কলকাতায় ১৪.২ কেজি এলপিজি রান্নার গ্যাস কিনতে খরচ হবে ১১২৯টাকা। ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৬৯ টাকা ৫০ পয়সা। আজ, ১ মার্চ থেকেই এই নতুন দাম কার্যকর হবে।
মার্চ মাসের শুরু মানেই শেষের পথে চলতি অর্থবর্ষ। আর অর্থবর্ষ শেষের আগেই দাম বাড়ল রান্নার গ্যাসের। প্রত্যেক মাসের শুরুতেই দেশের ওয়েল মার্কেটিং কোম্পানিগুলি বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানির দামের পুনর্বিশ্লেষণ করে পেট্রোল-ডিজেল ও এলপিজি সিলিন্ডারের দাম ধার্য করা হয়। বিগত দুই মাস ধরে এলপিজি গ্যাসের দাম অপরিবর্তিতই রাখা হয়েছিল। তবে এদিন ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়, ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২৪ টাকা বাড়ানো হচ্ছে। এবার থেকে বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৬৯ টাকা ৫০ পয়সা। পাশাপাশি বাড়ানো হয়েছে ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দামও। সিলিন্ডার পিছু ৫০ টাকা করে দাম বাড়ানোয়, নতুন দাম হচ্ছে ১১২৯ টাকা। গৃহস্থের বাড়িতে ব্যবহৃত এই সিলিন্ডার কিনতে আগে খরচ হত ১০৭৯ টাকা। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।
প্রসঙ্গত, গৃহস্থের বাড়িতে যে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডাক ব্যবহার করা হয়, তা ডোমেস্টিক সিলিন্ডার হিসাবেই পরিচিত। অন্যদিকে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারগুলি মূলত হোটেল-রেস্তোরাঁ ও খাবারের দোকানেই ব্যবহৃত হয়।