
নয়া দিল্লি: মাসের শুরুতেই খারাপ খবর। দাম বাড়ল রান্নার গ্যাসের (LPG Cylinder Price Hike)। ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (19 kg Commercial Cylinder Price) দাম বাড়ানো হয়েছে। সিলিন্ডার পিছু ৭ টাকা করে দাম বাড়ানো হয়েছে। এরফলে এবার থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১৭৮০ টাকায়। তবে ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।
প্রতি মাসের শুরুতেই দেশের ওয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম পর্যালোচনা করে এবং সেই দামের ওঠা-নামার উপরে নির্ভর করে নতুন দাম ধার্য করা হয়। গত জুন মাসে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলেও এবার সামান্য বাড়ল গ্যাসের দাম।
এতদিন ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হত ১৭৭৩ টাকা। এবার থেকে এই সিলিন্ডার কিনতে খরচ হবে ১৭৮০ টাকা। অর্থাৎ ৭ টাকা বেড়েছে। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। এবার থেকে কলকাতায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৮২.৫০ টাকা।
গত জুন মাসে ৮৩.৫০ টাকা কমানো হয়েছিল ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম। ফলে দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হত ১৭৭৩ টাকা, মুম্বইয়ে ১৯ কেজি সিলিন্ডার কিনতে খরচ হত ১৭২৫ টাকা এবং কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম ছিল ১৮৭৫.৫০ টাকা।
অন্যদিকে, ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রাখা হয়েছে। গত মার্চ মাস থেকেই ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। দিল্লিতে ১৪.২ কেজি সিলিন্ডার কিনতে খরচ হয় ১১০৩ টাকা। কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়ে ১১২৯ টাকা। মুম্বইয়ে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ১১০২.৫০ টাকা এবং চেন্নাইয়ে খরচ হয় ১১১৮.৫০ টাকা।
উল্লেখ্য, মূলত হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলিতেই ১৯ কেজির বাণিজ্য়িক সিলিন্ডার ব্যবহার করা হয়। গৃহস্থের বাড়িতে রান্নার জন্য ব্যবহার করা হয় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার।