2000 note exchange: ২০০০ টাকার নোট বদল হবে বাড়ির দরজায়, জানুন সেই পদ্ধতি
2000 note exchange: রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার তরফে ২০০০ টাকার নোট বদলানোর জন্য ৪ মাস সময় দেওয়া হয়েছে। তার মধ্যে ব্যাঙ্কে নিয়ে নোট বদল করে আনতে হবে।
নয়া দিল্লি: ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা হওয়ার পর থেকেই বিড়ম্বনায় পড়েছিলেন অনেকে। পরবর্তীতে ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী, গ্রাহকেরা নোট বদলেছেন, তবে এবার আর সেই হয়রানি হবে না। বাড়িতে বসেই বদলাতে পারবেন ২০০০ টাকার নোট। তাতে তেমন কোনও ঝামেলাও নেই। আসলে এই সুবিধা দিচ্ছে আমাজন পে। মাত্র কয়েক মিনিটেই এই কাজ করা সম্ভব।
প্রতি মাসে আমাজন পে ব্যালান্স অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। ২০০০ টাকার নোটও জমা দিতে পারেন। জানা যাচ্ছে, আমাজন পে অ্যাকাউন্টে টাকা জমা রেখে তার থেকে কেনাকাটা, আমাজনে শপিং করা যাবে। পাশাপাশি ওই অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো যাবে টাকাও।
কী ভাবে জমা রাখবেন এই টাকা?
আমাজনের জিনিস দিতে ডেলিভারি বয় এলে, তার হাতেই দিয়ে দিতে পারবেন টাকা। ২০০০ টাকার নোটও দিয়ে দেবেন। সেই টাকা জমা হয়ে যাবে আমাজন পে ব্যালান্স অ্যাকাউন্টে। তাহলে আপনার টাকাটাও সুরক্ষিত হয়ে রইল।
রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার তরফে ২০০০ টাকার নোট বদলানোর জন্য ৪ মাস সময় দেওয়া হয়েছে। তার মধ্যে ব্যাঙ্কে নিয়ে নোট বদল করে আনতে হবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে।