মুম্বই: রাতের ঘুম উড়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের গ্রাহকদের। বিপুল আর্থিক অসঙ্গতি নজরে এসেছে। হিসাব মিলছে না ২১০০ কোটি টাকার। কোথায় গেল এত টাকা? স্বাভাবিকভাবেই গ্রাহকরা চিন্তায় পড়েছেন যে তাদের জমা রাখা অর্থের কী হবে। এবার ইন্ডাসইন্ড ব্যাঙ্ক নিজে ময়দানে নামল গ্রাহকদের আশ্বস্ত করতে।
২১০০ কোটি টাকার আর্থিক অসঙ্গতির বিষয়টি সামনে আসতেই হু হু করে পড়ে ব্যাঙ্কের শেয়ার। প্রায় ২৭ শতাংশ পতন হয়েছে শেয়ারে। গ্রাহকরাও আতঙ্কে টাকা তুলে ফেলতে ব্যাঙ্কে ছুটছে। এই পরিস্থিতিতে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক জানিয়েছে, তাদের কাছে যথেষ্ট রিজার্ভ আর ক্যাপিটল বা মূলধন রয়েছে আর্থিক খামতি পূরণ করার জন্য। গ্রাহকদের চিন্তার কারণ নেই।
ইন্ডাসইন্ড ব্যাঙ্কের সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর সুমন্ত কাঠপালিয়া জানিয়েছেন, গত বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে এই আর্থিক অসঙ্গতি নজরে আসে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে গত সপ্তাহে প্রাথমিক রিপোর্ট দিয়েছে ব্যাঙ্ক। মোট কত অঙ্কের আর্থিক গরমিল হয়েছে, তা অন্য এজেন্সির করা হিসাবের পরই জানা যাবে। এপ্রিল মাসের আগে তা জানা যাবে না।
তিনি বলেন, “এই এককালীন প্রভাব বহন করার মতো ব্যাঙ্কের লাভ এবং পর্যাপ্ত মূলধন রয়েছে। ব্যাঙ্কই এই ইস্যুটা চিহ্নিত করেছে। ব্যাঙ্কের কাছে যথেষ্ট মূলধন রয়েছে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য…”
আর্থিক অসঙ্গতির বিষয়টি সামনে আসতেই ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ার ২৭.১৭ শতাংশ পতন হয়ে ৬৫৫.৯৫ টাকায় পৌঁছেছে। সোমবারই এই শেয়ারের দাম ছিল ৯০০ টাকা।