SBI Account holder: আপনার SBI অ্যাকাউন্ট থেকে কি ৩৩০ টাকা কাটা হয়েছে? তাহলে জেনে নিন কারণটা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 18, 2023 | 6:38 AM

SBI Account holder: হঠাৎ কেন এভাবে টাকা কাটা গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মনেই। এই টাকা কাটার প্রক্রিয়া বন্ধ করতে চাইলে কী করতে হবে, সেটাও জেনে নিন।

SBI Account holder: আপনার SBI অ্যাকাউন্ট থেকে কি ৩৩০ টাকা কাটা হয়েছে? তাহলে জেনে নিন কারণটা
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক হল এসবিআই। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্রাহকের সংখ্যা প্রায় ৪০ কোটি। দেশের প্রায় প্রতিটি পরিবারের কোনও না কোনও সদস্যের অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাঙ্কে। অনেক গ্রাহকই খেয়াল করেছেন, সম্প্রতি তাঁদের অ্যাকাউন্ট থেকে ৩৩০ টাকা করে কেটে নেওয়া হয়েছে। হঠাৎ কেন এভাবে টাকা কাটা গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মনেই।

৩৩০ টাকা কেন কাটল এসবিআই?

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার জন্য এই টাকা কেটে নেওয়া হয়েছে। এই যোজনায় একটি দুর্ঘটনা বিমা পান গ্রাহকেরা।

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা হল কেন্দ্রীয় সরকারের একটি স্কিম। ১৮ থেকে ৫০ বছর বয়সীরা এই যোজনা করতে পারেন। মৃত্যু হলে এর থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়। এই বিমার জন্য বছরে ৩৩০ থেকে ৪৩৬ টাকা আপনা থেকেই কেটে যায়।

যদি আপনি এই টাকা কাটা বন্ধ করতে চান, তাহলে আপনার ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে। স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে আবেদন করতে হবে বন্ধ করার জন্য। জীবন জ্যোতি যোজনা বন্ধ করে দিলে আর টাকা কাটবে না। এক সপ্তাহের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এরপর আর কোনও টাকা কাটবে না।

Next Article