500 Rupee Note: ৩০ সেপ্টেম্বরের পর কি সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে ৫০০ টাকার নোট?

Reserve Bank Of India, Fact Check on 500 Rupee Note: প্রেস ইনফরমেশন ব্যুরো বা PIB একটি ফ্যাক্ট-চেক করে পরিষ্কার জানিয়েছে যে ৫০০ টাকার নোট তুলে নেওয়া নিয়ে কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকার বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার

500 Rupee Note: ৩০ সেপ্টেম্বরের পর কি সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে ৫০০ টাকার নোট?
Image Credit source: Getty Images

Sep 11, 2025 | 11:49 AM

হোয়াটসঅ্যাপে একটি মেসেজ সম্প্রতি ভাইরাল হয়েছে, যা নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে তীব্র বিভ্রান্তি। সেই মেসেজে বলা হচ্ছে , ৩০ সেপ্টেম্বর, ২০২৫-এর পর থেকে নাকি দেশের এটিএমগুলোতে আর ৫০০ টাকার নোট পাওয়া যাবে না। এর জেরে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন। কিন্তু এই খবর কি সত্যি?

কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উভয়ই এই খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো বা PIB একটি ফ্যাক্ট-চেক করে পরিষ্কার জানিয়েছে যে ৫০০ টাকার নোট তুলে নেওয়া নিয়ে কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকার বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এবং আগামীতে ৫০০ টাকার নোট সম্পূর্ণ বৈধই থাকবে।

তাহলে বিভ্রান্তি তৈরি হল কেন?

আসলে আরবিআই সাম্প্রতিক সার্কুলার জারি করে। আর সেই সার্কুলারকেই ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে একাধিক সোশ্যাল মিডিয়ায়। ব্যাঙ্ক এবং হোয়াইট লেবেল এটিএম অপারেটরদের (WLAOs) সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশ দিয়েছে, প্রতিটি এটিএমে অন্তত একটি ক্যাসেটে ১০০ বা ২০০ টাকার নোট রাখতে হবে। এর মূল উদ্দেশ্য হল, সাধারণ মানুষ যাতে দৈনন্দিন লেনদেনের জন্য ছোট অঙ্কের নোট সহজে পান। যদিও এই সার্কুলারে কোথাও ৫০০ টাকার নোট বন্ধ করার কথা বলা হয়নি। আর সেই সার্কুলার নিয়েই ছড়িয়ে পড়তে থাকে এই বিভেয়ান্তিকর মেসেজ।

সুতরাং, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ৫০০ টাকার নোট বন্ধ হচ্ছে না। ATM থেকে টাকা তোলার সময় বা বাজারে লেনদেনের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

মনে রাখবেন, আর্থিক বিষয়ে যেকোনও খবর বিশ্বাস করার আগে সর্বদা আরবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট বা আপনার ব্যাঙ্কের দেওয়া তথ্যের উপর ভরসা করুন। যাচাই না করে কোনও হোয়াটসঅ্যাপ মেসেজে বিশ্বাস করবেন না।