500 Rupee Note: ৫০০ টাকার নোটের দাম কয়েক লক্ষ, এই নম্বর আপনার নোটে আছে কি না দেখুন সবার আগে!

Indian Currency: কোনও নোটের ক্রমিক নম্বর যদি '১১১১১১' বা '৫৫৫৫৫৫' থাকে অথবা '১২৩৪৫৬'-এর মতো কিছু থাকে তাহলে সেই নোট অত্যন্ত বিরল।

500 Rupee Note: ৫০০ টাকার নোটের দাম কয়েক লক্ষ, এই নম্বর আপনার নোটে আছে কি না দেখুন সবার আগে!
Image Credit source: David Talukdar/Moment/Getty Images

Jul 16, 2025 | 12:22 PM

মানুষের এমন কিছু নেশা থাকে যার জন্য তারা গাঁটের কড়ি খসাতে পিছপা হন না। ৫০০ টাকার একটি বিশেষ নোটের জন্য কয়েক লক্ষ টাকা দিতে তৈরি মুদ্রা সংগ্রহকারীরা।

সমাজ মাধ্যমে একটি ছবি ভাইরাল হওয়ার পরই এই প্রসঙ্গ উঠে আসে। ইন্টারনেটে এক ব্যক্তি একটি ৫০০ টাকার নোটের ছবি প্রকাশ করেছেন। যার নম্বর ১ ডিএল ৭৭৭৭৭৭। অনেকেই ৭ সংখ্যাটিকে সৌভাগ্যের বলে মনে করেন। এর মধ্যে অবশ্যই রয়েছেন মহেন্দ্র সিং ধোনির ফ্যানরা। এ ছাড়াও ‘৬৬৬৬৬৬’ বা ‘৯৯৯৯৯৯’ ক্রমিক সংখ্যার নোট থাকলে তা অত্যন্ত বিরল বলে বিবেচিত হয়।

আর আমরা তো জানি যে জিনিসের চাহিদা থাকে, কিন্তু জোগান কম, সেই জিনিসের দামও বাড়তে থাকে চড়চড়িয়ে। এ ছাড়াও এই ধরনের নোট সংগ্রহ করতে সংগ্রহকারীরা মোটা অঙ্কের টাকা পাওটা যায়। আর এই সব কারণেই এই ধরণের নোটের দাম উঠতে পারে লক্ষ টাকা পর্যন্ত।

কোনও নোটের ক্রমিক নম্বর যদি ‘১১১১১১’ বা ‘৫৫৫৫৫৫’ থাকে অথবা ‘১২৩৪৫৬’-এর মতো কিছু থাকে তাহলে সেই নোট অত্যন্ত বিরল। আর বিরল নোটের দামও চাহিদা অনুযায়ী বাড়তে থাকে হু হু করে।