5th Generation Fighter Jet: ১৫ হাজার কোটির AMCA কর্মসূচি, হঠাৎ সেখানে ঢুকল বেসরকারি সংস্থা?

Advanced Medium Combat Aircraft: DRDO-এর এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরির প্রকল্পে দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। এল অ্যান্ড টি সূত্র অনুযায়ী, এই অংশীদারিত্ব হবে ৫০-৫০। এই ব্যাপারটি দেখে বোঝা যাচ্ছে বেসরকারি উদ্যোগের প্রতি আস্থা বাড়ছে সরকারের।

5th Generation Fighter Jet: ১৫ হাজার কোটির AMCA কর্মসূচি, হঠাৎ সেখানে ঢুকল বেসরকারি সংস্থা?
Image Credit source: PTI

Sep 29, 2025 | 5:24 PM

ভারতীয় প্রতিরক্ষা শিল্পে এক নতুন অধ্যায় শুরু। দেশের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান AMCA তৈরি করার ১৫ হাজার কোটি মূল্যের কর্মসূচিতে প্রথমবার যোগ দিল একটি বেসরকারি সংস্থা-নেতৃত্বাধীন জোট। এতদিন যে ক্ষেত্রে হ্যালের একচেটিয়া আধিপত্য ছিল, সেখানে এবার চ্যালেঞ্জ নিয়ে এল লার্সেন অ্যান্ড টুব্রো ও ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের জোট।

DRDO-এর এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরির প্রকল্পে দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। এল অ্যান্ড টি সূত্র অনুযায়ী, এই অংশীদারিত্ব হবে ৫০-৫০। এই ব্যাপারটি দেখে বোঝা যাচ্ছে বেসরকারি উদ্যোগের প্রতি আস্থা বাড়ছে সরকারের। জানা গিয়েছে, আদানি ডিফেন্স সহ আরও অন্তত তিনটি বড় বেসরকারি সংস্থার দরপত্র জমা পড়ার সম্ভাবনা রয়েছে।

হ্যালের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা সময়মতো তেজস মার্ক ১ সরবরাহ করতে না পারায় সমালোচিত হয়েছে। আর সেই সুযোগেই সরকার প্রতিরক্ষা বিমান নির্মাণে বেসরকারি সংস্থাকে জায়গা করে দিচ্ছে। L&T-এর চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যন এই পদক্ষেপকে ‘ভারতের প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকীকরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন।

এই কর্মসূচি সফল হলে, আগামী পাঁচ বছরে AMCA-এর পাঁচটি প্রোটোটাইপ তৈরি হবে। BEL-এর মনোজ জৈন বলছেন, এর মাধ্যমে ভারতের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণিত হবে। অর্থাৎ, এতদিন যে একচেটিয়া মডেল চলত, তা ভেঙে বহু-বিক্রেতা, ক্ষমতা-চালিত মডেলের দিকে ঝুঁকছে ভারত। এটাই আগামী দিনে দেশের প্রতিরক্ষা উৎপাদনের ডিএনএ বদলে দেবে।