DA Hike: পুজোর আগেই ভরবে পকেট, এই মাসেই DA বাড়াতে পারে সরকার

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 04, 2023 | 7:32 AM

7th Pay Commission: ২০২৩ সালের মার্চ মাসে শেষবার ডিএ বৃদ্ধি করা হয়েছিল। ৪ শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করায়, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৪২ শতাংশে পৌঁছয়।  

DA Hike: পুজোর আগেই ভরবে পকেট, এই মাসেই DA বাড়াতে পারে সরকার
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি:  দুর্গা পুজোর আর ৫০ দিনও বাকি নেই। তার আগেই দারুণ খবর। পুজোর আগেই একধাক্কায় অনেকটা বাড়তে চলেছে বেতন। সেপ্টেম্বরেই কেন্দ্রীয় সরকার বর্ধিত মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা ডিএ (DA Hike)ঘোষণা করতে চলেছে। এমনটাই সূত্রের খবর। যদি ডিএ ঘোষণা করা হয়, তবে চলতি বছরের ১ জুলাই থেকে এই ডিএ কার্যকর হবে। এবারে ৩ শতাংশ ডিএ বাড়াতে পারে কেন্দ্র। এরফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) ডিএ বেড়ে ৪৫ শতাংশে পৌঁছবে।

মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারের তরফে কর্মীদের জন্য বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়া হয়। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফে আলাদাভাবে ডিএ দেওয়া হয়। প্রতি মাসেই শ্রম মন্ত্রকের তরফে কমজিউমার প্রাইজ ইনডেস্ক ঘোষণা করা হয়। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে ডিএ ঘোষণা করা হয় সরকারের তরফে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, জুলাই মাসে সিপিআই-আইডব্লু ৩.৩ পয়েন্ট বেড়ে ১৩৯.৭ পয়েন্টে পৌঁছেছে। এরপরই কর্মীরা ৪ শতাংশ ডিএ বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তবে সূত্রের খবর, কেন্দ্রের তরফে ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করা হতে পারে। ফলে বর্ধিত মহার্ঘ ভাতা ৪৫ শতাংশে বেড়ে দাঁড়াবে। বর্তমানে দেশের ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪২ শতাংশ হারে ডিএ পান। ২০২৩ সালের মার্চ মাসে শেষবার ডিএ বৃদ্ধি করা হয়েছিল। ৪ শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করায়, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৪২ শতাংশে পৌঁছয়।

Next Article