8th Pay Commission: ১৮৬ শতাংশ বাড়বে পেনশন! ফুলেফেঁপে উঠবে সরকারি কর্মীরা

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 24, 2025 | 2:15 PM

Salary Hike: সর্বাধিক মাসিক পেনশন, যা আগে ১ লক্ষ ২৫ হাজার টাকা ছিল, তা ১৮৬ শতাংশ বেড়ে ৩ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা হবে। এর সঙ্গে যোগ হবে ডিআরও।

8th Pay Commission: ১৮৬ শতাংশ বাড়বে পেনশন! ফুলেফেঁপে উঠবে সরকারি কর্মীরা
প্রতীকী চিত্র।
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: নতুন বছরে বড় ঘোষণা সরকারের। ১ জানুয়ারি, ২০২৫ থেকেই কার্যকর হয়েছে অষ্টম পে কমিশন। এবার এই নতুন পে কমিশন অনুযায়ীই কেন্দ্রীয় সরকারি কর্মীরা বেতন পাবেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও বর্ধিত হারে পেনশন পাবেন। এতে এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা উপকৃত হবেন। তবে কত টাকা পাবেন তারা? এটাই সবথেকে বড় প্রশ্ন।

সপ্তম পে কমিশনে ছিল ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর।  অষ্টম পে কমিশন কার্যকর হওয়ায় ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর চালু হতে পারে। তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা আরও সুযোগ-সুবিধা পাবেন। কী সেই সুবিধা?

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মাসিক পেনশন হয় ৯ হাজার টাকা। সর্বাধিক পেনশন হয় ১ লক্ষ ২৫ হাজার টাকা। এছাড়াও ডিয়ারনেস রিলিফের মতো সুবিধাও পাওয়া যায়। যা বেসিক পেনশনের ৫৩ শতাংশ হয়, সেই সুবিধাও পাওয়া যায়।

যদি অষ্টম পে কমিশনে ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর চালু হয়, তবে অবসরপ্রাপ্ত কর্মীদের ন্যূনতম পেনশন ৯ হাজার টাকা থেকে একলাফে বেড়ে মাসিক ২৫ হাজার ৭৪০ টাকা হতে পারে। অর্থাৎ একধাক্কায় ১৮৬ শতাংশ পেনশন বাড়বে।

সেক্ষেত্রে সর্বাধিক মাসিক পেনশন, যা আগে ১ লক্ষ ২৫ হাজার টাকা ছিল, তা ১৮৬ শতাংশ বেড়ে ৩ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা হবে। এর সঙ্গে যোগ হবে ডিআরও। অর্থাৎ আকাশ ছোঁবে  কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের বেতন ও পেনশন। অধীর আগ্রহে এখন এই ঘোষণার অপেক্ষায় কর্মীরা।

Next Article