
ধরুন আপনার পেনশন, স্কলারশিপ বা মাইনে হঠাৎই আটকে গেল। এমন হলে কী করবেন? আপনি যে সংস্থায় চাকরি করেন বা যেখানে করবেন বা যেখান থেকে স্কলারশিপ পান, তারা জানিয়ে দিল তাদের পক্ষ থেকে কোনও সমস্যা হয়নি। তাহলে সমস্যা কোথায়? আপনি ছুটলেন ব্যাঙ্কে। তারাও জানিয়ে দিল তারাও কোনও ভুল করেনি যেখানে আপনার এমন হতে পারে। তাহলে?
আপনার টাকা এমনভাবে আটকে যেতে পারে। তবে, বেশিরভাগ ক্ষেত্রেই এই সব জায়গায় ব্যাঙ্ক ত্রাতার ভূমিকায় আসে আপনার কাছে। এবং আপনার কথায় ভুল হচ্ছে তা খুঁজে দেয় তারা। আসলে এই ধরনের সমস্যা হলে প্রথমেই আপনাকে চেক করতে হবে আপনার আধার কার্ড। কারণ আধার কার্ডে সামান্যতম ভুল থাকলে কিন্তু এই ধরনের সমস্যা উদ্ভূত হয়।
কিন্তু আপনার আধার কার্ডে আপনার নামের বানান, জন্মতারিখ, ঠিকানায় গোলমাল থাকলে আপনি নিজেই বাড়িতে বসে ঠিক করে নিতে পারেন। https://myaadhaar.uidai.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আপনি নিজেই এই আপডেটগুলো করে ফেলতে পারবেন। আর এই আপডেটের জন্য কোনও ডকুমেন্ট প্রয়োজন হয় না।
ওয়েবসাইটে গিয়ে ভাষা চয়ন করার পর আপনাকে ‘Update Aadhaar Online’ অপশন বেছে নিতে হবে। এখানে আপনি নাম, ঠিকানা, জন্মতারিখ পরিবর্তন করতে পারবেন। যদিও নাম বা জন্ম তারিখের ক্ষেত্রে একাধিক বার বদলানো যাবে না। এরপর যা আপনি ঠিক করতে চান, সেখানে সঠিক তথ্য পূরণ করুন। এর পর প্রয়োজনীয় নথি সেখানে আপলোড করুন। অর্থাৎ, আপনার নাম, ঠিকানা বা জন্ম তারিখের প্রয়োজনীয় প্রমাণপত্র। সাধারণত এর তিন থেকে পাঁচ দিনের মধ্যেই এই সব ভুল সংশোধিত হয়ে যায়। এরপর আপনি নতুন আধার কার্ডের পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। বা আপনি পিভিসি আধারের অর্ডারও দিতে পারেন।