
যে সব ভারতীয় বংশদ্ভূত ব্যক্তি বিদেশে থাকেন তাঁরাও ভারতে আধার কার্ড তৈরি করাতে পারেন। এই সব ব্যক্তিদের ভারত সরকার অপশন দেয় ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া বা ওসিআই কার্ডের। বিদেশি পাসপোর্টের পাশাপাশি এই কার্ড কারও কাছে থাকলে সে ভিসা ছাড়াই ভারতে আসতে, ব্যবসা করতে বা জমি কিনতে পারবে। এমনকি এই ব্যক্তিরা ভারতের আধার কার্ডও তৈরি করাতে পারেন। অর্থাৎ, বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও কোনও ব্যক্তির আধার কার্ড থাকতেই পারে।
ওসিআই কার্ডধারীদের জন্য আধার কার্ডের নিয়মে একটা বড় স্পষ্টতা এসেছে। কিন্তু প্রশ্ন একটাই, ওসিআই কার্ডধারীরা কি সারা জীবনের জন্যই আধার কার্ড পাবেন? এর উত্তর হল, না। আধার আইন বলছে, একটা নির্দিষ্ট সময়ের জন্যই এই আধার কার্ড তৈরি করা যায়।
এই আইনের অধীনে আধার কার্ড পেতে গেলে প্রথম ও প্রধান শর্ত হল আপনাকে ভারতে বসবাসকারী হতে হবে। অর্থাৎ, আবেদন করার ঠিক আগের ১২ মাসের মধ্যে অন্তত ১৮২ দিন আপনাকে ভারতে থাকতে হবে। আর এই ১৮২ দিনের শর্ত পূরণ হলেই আপনি এই আধার কার্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। তবে হ্যাঁ, ভারতে সেই ক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট ঠিকানা থাকতেই হবে।
আধার তৈরি করার আগে আপনার সব ডকুমেন্ট রয়েছে কি না সেটা দেখতে হবে। এই ক্ষেত্রে ইউআইডিএআই খুব স্পষ্ট নির্দেশিকা জারি করেছে।
সাধারণ ভারতীয় নাগরিকদের আধার কার্ডের কোনও মেয়াদ থাকে না। কিন্তু ওসিআই কার্ডধারীদের আধার কার্ডের একটা নির্দিষ্টি বৈধতা থাকে। যে দিন এই কার্ড চালু হয়, সেই দিন থেকে ঠিক ১০ বছর। তবে আধার কার্ড পেলেই কোনও ওসিআই কার্ডধারী কিন্তু ভারতীয় নাগরিকত্ব পাবেন বা ভোটের অধিকার পাবেন, এমন নয়। এই আধার কার্ড শুধুমাত্র কেওয়াইসি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোল ও সিম কার্ড নেওয়ার মতো কাজে পরিচয়পত্র ও ঠিকানা প্রমাণ হিসেবে কাজ করবে।