Aadhaar Card: আধার কার্ড আসল নাকি নকল, হঠাৎ দেখে কীভাবে বুঝবেন?

UIDAI: কিন্তু কোনও আধার কার্ড ভুয়ো কি না তৎক্ষনাৎ কীভাবে বুঝবেন? তার একটা পদ্ধতি আছে। যদিও এই পদ্ধতিতে সব সময় বোঝা যায় না যে ওই আধার কার্ড জাল কি না। তবে, অনেক ক্ষেত্রেই ধরা যায়।

Aadhaar Card: আধার কার্ড আসল নাকি নকল, হঠাৎ দেখে কীভাবে বুঝবেন?
Image Credit source: Getty Images

Jul 30, 2025 | 10:20 AM

আজকের দিনে আধার কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ একটি নথি। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে ট্রেনের টিকিট কাটা, সব ক্ষেত্রেই এই কার্ড প্রয়োজন হয়। কিন্তু একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভুয়ো আধার কার্ডের সংখ্যাও। আর এই নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি।

কিন্তু কোনও আধার কার্ড ভুয়ো কি না তৎক্ষনাৎ কীভাবে বুঝবেন? তার একটা পদ্ধতি আছে। যদিও এই পদ্ধতিতে সব সময় বোঝা যায় না যে ওই আধার কার্ড জাল কি না। তবে, অনেক ক্ষেত্রেই ধরা যায়।

UIDAI বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে একটি সহজ উপায় রয়েছে। যে উপায় অবলম্বন করলে নাকি জাল আধার কার্ড ধরা একেবারে জলে মতো সোজা হয়ে যাবে। কী সেই উপায়?

প্রতিটা আধার কার্ডে একটি করে কিউআর কোড থাকে। এই কোডের মধ্যে ওই আধার কার্ডের মালিকের সমস্ত তথ্য এনক্রিপ্টেড থাকে। আপনি যদি কোনও কিউআর কোড রিডারে ওই কোডটি স্ক্যান করেন তাহলে কিন্তু ওই কার্ডের সব তথ্যই আপনি দেখতে পাবেন। এবার যদি স্ক্যান করে পাওয়া তথ্যের সঙ্গে কার্ডের তথ্য না মেলে, তাহলেই বুঝবেন গোলমাল।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বলছে, কিউআর কোড যদি স্ক্যান করা না যায় বা তথ্য না মেলে তাহলে বুঝতে হবে ওই আধার কার্ড জাল। উল্লেখ্য, কোথাও আপনার আধার যদি পরিচয়ের প্রমাণপত্র হিসাবে জমা করেন তাহলে মাস্কড আধার দিন। যে কার্ডে আপনার আধার নম্বর ঢাকা থাকে। তাতে কোনও জালিয়াতদের হাত থেকে আপনি নিজে বাঁচতে পারবেন।