নয়া দিল্লি: যেকোনও সরকারি কাজে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধার কার্ডের নথি ছাড়া স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু শশ্মানঘাটে মৃত্যু নথিবদ্ধ করা- কোনও কাজ সম্ভব নয়। আধার কার্ডের গুরুত্ব কতটা, তা নতুন করে বলার প্রয়োজন নেই। তবে আধার কার্ডে যদি ৫টি ভুল কাজ করেন, তবে মোটা টাকা জরিমানা হতে পারে। এমনকী, ১০ বছর পর্যন্ত জেলেও যেতে হতে পারে।
আপনি যদি আধার কার্ড তৈরির সময় ভুল বা নকল বায়োমেট্রিক দেন, তবে ধরা পড়লে তিন বছরের জেল বা ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। কোনও কোনও ক্ষেত্রে উভয় শাস্তিই হতে পারে।
এছাড়া কেউ যদি আধার নম্বর বা বায়োমেট্রিকের তথ্য পরিবর্তন করেন। অন্য কারোর আধার নম্বর ব্যবহার করেন, তবে ৩ বছরের জেল এবং ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
আধার প্রতারণার খবরও আকছার মেলে। আধার কার্ড তৈরি বা আধার আপডেটের নামে যদি কোনও সংস্থা তৈরি করা হয়, তবে ৩ বছর পর্যন্ত জেল হতে পারে। ১০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও দিতে হতে পারে।
আধার কার্ডের তথ্য বিকৃত বা টেম্পারিং করলেো কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। ১০ বছর পর্যন্ত জেল এবং ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।