৩১ ডিসেম্বরের মধ্যে Aadhaar Card লিঙ্ক না করালে বাতিল হয়ে যাবে PAN?

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 15, 2024 | 2:14 PM

Aadhar-PAN Card Link: যদি ৩১ ডিসেম্বরের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক না করানো হয়, তবে সরকারের তরফে প্যান কার্ড ডিঅ্যাক্টিভেট বা বাতিল করে দেওয়া হবে। সত্যিই কি তাই?

৩১ ডিসেম্বরের মধ্যে Aadhaar Card লিঙ্ক না করালে বাতিল হয়ে যাবে PAN?
আধার-প্যান লিঙ্ক না করালে কী হবে?
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: জন্ম থেকে মৃত্যু, পড়াশোনা থেকে চাকরি কিংবা বিয়ে, যেকোনও গুরুত্বপূর্ণ কাজেই প্রয়োজন পড়ে আধার কার্ডের। আধার কার্ড সবসময় আপডেটেড থাকা জরুরি। সরকারি কাজ সহজ করার জন্যই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের নির্দেশ দিয়েছিল সরকার। সেই ডেডলাইন প্রায় শেষের পথে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আধার কার্ড -প্যান কার্ড লিঙ্ক না করান, তবে কী হবে জানেন?

আগামী ৩১ ডিসেম্বর আধার-প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ। এই তারিখের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করাতে হবে। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, যদি ৩১ ডিসেম্বরের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক না করানো হয়, তবে সরকারের তরফে প্যান কার্ড ডিঅ্যাক্টিভেট বা বাতিল করে দেওয়া হবে। সত্যিই কি তাই?

বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও বিশেষজ্ঞরা বলছেন, এই তথ্য ভুল। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করানোর শেষ তারিখ ছিল ২০২২ সালের ৩১ মার্চ। অর্থাৎ ১ এপ্রিল থেকেই প্যান কার্ড ইনঅপারেটিভ বা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। তবে এই নিয়ম কার্যকর হয়েছে ২০২৩ সালের ১ জুলাই থেকে। অর্থাৎ ৩০ জুনের মধ্যেও যারা আধার-প্যান লিঙ্ক করাননি, তাদের আধার কার্ড ইতিমধ্যেই নিষ্ক্রিয় হয়ে গিয়েছে।

এবার কী হবে?

যদি আধার-প্যান লিঙ্ক না করা থাকে, তবে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। তবে তা কখনওই বাতিল হয়ে যাবে না। জরিমানা দিলেই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা যাবে। সিবিডিটি-র সার্কুলার অনুযায়ী, ২৩৪ এইচ ধারায় ১০০০ টাকা জরিমানা দিলে প্যান কার্ড আবার সক্রিয় হয়ে যাবে।

আধার-প্যান লিঙ্ক আছে কি না, জানবেন কীভাবে?

আপনার আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক রয়েছে কি না, তা আয়কর বিভাগের অনলাইন পোর্টালে গিয়ে চেক করতে পারেন।

  • প্রথমে www.incometax.gov.in -এ ক্লিক করুন।
  • তারপর ‘কুইক লিঙ্ক’ অপশনে ক্লিক করুন। সেখানে ‘লিঙ্ক আধার স্টেটাস’ সিলেক্ট করুন।
  • এবার লিঙ্ক আধার স্টেটাস সিলেক্ট করুন। তাতে নতুন একটা ওয়েবপেজ খুলে যাবে।
  • সেখানে আপনার আধার নম্বর ও প্যান নম্বর বসান। ‘ভিউ লিঙ্ক আধার স্টেটাস’-এ ক্লিক করুন।
  •  আপনার আধার প্য়ান লিঙ্ক রয়েছে কি না, তা দেখা যাবে।

Next Article