Aadhaar Card Revolution: আধার কার্ডের জেরক্স দিতে হবে না আর, বদলে অন্য ব্যবস্থা আনছে আধার অ্যাপ!

New Aadhaar App: ইউআইডিএআইয়ের চিফ এক্সিকিউটিভ অফিসার ভুবনেশ কুমার স্পষ্ট জানিয়েছেন, এই অ্যাপের মূল লক্ষ্য হল আধার কার্ডের অপব্যবহার ও জালিয়াতি ঠেকানো। আর সেই কারণেই ফিজিক্যাল কপির উপর নির্ভরতা কমলে আপনার গোপনীয়তা বজায় থাকবে।

Aadhaar Card Revolution: আধার কার্ডের জেরক্স দিতে হবে না আর, বদলে অন্য ব্যবস্থা আনছে আধার অ্যাপ!
আধারের নয়া অ্যাপ, বিরাট সুবিধা আপনার!

Nov 24, 2025 | 11:34 AM

দেশের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া একটা নতুন আধার অ্যাপ চালু করতে চলেছে। মনে করা হচ্ছে নতুন এই অ্যাপ ভারতের পরিচয়পত্র যাচাইয়ের কাজকে এক ধাক্কায় অনেকটা বদলে দেবে। এই অ্যাপটি শুধুমাত্র কাগজবিহীন হবে এমন নয়। আপনার পরিচয়পত্রের তথ্য অন্য ব্যক্তিদের থেকেও সম্পূর্ণ লুকিয়ে রাখবে এই অ্যাপ। ফলে বহুদিন ধরে পরিচয়পত্রের প্রমাণ হিসাবে আধার কার্ড বা ভোটার আইডি কার্ডের জেরক্স জমা দেওয়ার প্রথার এবার অবসান ঘটবে।

নতুন অ্যাপ এত গুরুত্বপূর্ণ কেন?

ইউআইডিএআইয়ের চিফ এক্সিকিউটিভ অফিসার ভুবনেশ কুমার স্পষ্ট জানিয়েছেন, এই অ্যাপের মূল লক্ষ্য হল আধার কার্ডের অপব্যবহার ও জালিয়াতি ঠেকানো। আর সেই কারণেই ফিজিক্যাল কপির উপর নির্ভরতা কমলে আপনার গোপনীয়তা বজায় থাকবে।

অফলাইন ভেরিফিকেশন

ইন্টারনেট সংযোগ না থাকলেও এই অ্যাপের সাহায্যে আপনার পরিচয় যাচাই করা যাবে। হোটেলের চেক-ইন বা আবাসিক সোসাইটিতে প্রবেশ—সবকিছুই হবে সুরক্ষিত ভাবে।

আপনার হাতেই নিয়ন্ত্রণ

আপনি নিজেই ঠিক করতে পারবেন কোন তথ্যটি শেয়ার করবেন। প্রয়োজনে সম্পূর্ণ আধার নম্বরের বদলে কেবল কিউআর কোড বা আপনার ফেস ভেরিফিকেশন করেই কাজ হবে।

বায়োমেট্রিক লক

নতুন এই অ্যাপে এক ক্লিকে আপনার বায়োমেট্রিক ডেটা লক বা আনলক করার সুবিধা থাকছে। যা সুরক্ষা বাড়াবে বহুগুণ।

পরিবারের জন্য বিশেষ সুবিধা

এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার পরিবারের পাঁচজন সদস্যের আধার তথ্য এক জায়গাতেই রাখতে পারবেন। এতে মোবাইল নম্বর বা ঠিকানা আপডেট করার প্রক্রিয়াও সহজ হবে। নতুন এই পদ্ধতির মাধ্যমে মুহূর্তের মধ্যে যে কোনও ভেরিফিকেশন শেষ হবে।

এই নতুন অ্যাপের মাধ্যমে আপনি কোথাও আধার তথ্য ভেরিফাই করতে গেলে, আপনার তথ্যের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। তথ্যের অপব্যবহারের ঝুঁকি এবার শূন্যের কোঠায় নামানোই ইউআইডিএআইয়ের লক্ষ্য। ফলে, আগামী দিনে পরিচয়পত্রের ধারণাটাই বদলে দেবে এই নতুন অ্যাপ।