Aadhaar Card Update: আধার আপডেট করার সময়সীমা আরও বাড়ল

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 10, 2023 | 5:10 AM

UIDAI: আধার কার্ড আপডেট ও প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের বিনামূল্যে লিঙ্ক করার জন্য চলতি মাসেই নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে UIDAI কর্তৃপক্ষ। সেই বিজ্ঞপ্তি অনুসারে, দেশবাসী আরও ৩ মাস বিনামূল্যে আধার আপডেট করার সময়সীমা বাড়িয়েছে। অর্থাৎ আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত My Aadhaar পোর্টালের মাধ্যমে বিনামূল্যে আধার আপডেট করা যাবে।

Aadhaar Card Update: আধার আপডেট করার সময়সীমা আরও বাড়ল
আধার কার্ড আপডেট ও আধার-প্যান কার্ড লিঙ্কের সময় বাড়ল।

Follow Us

নয়া দিল্লি: ফের আধার কার্ড আপডেট (Aadhaar Card update) ও প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের বিনামূল্যে লিঙ্ক করার সময়সীমা বাড়াল সরকার। এবার আরও তিনমাস সময়সীমা বাড়ানো হল। অর্থাৎ আগামী ১৪ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত আধার কার্ড আপডেট ও প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের বিনামূল্যে লিঙ্ক করার সময়সীমা ছিল। আরও তিনমাস সময়সীমা বাড়ার ফলে আগামী ১৪ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত আধার কার্ড ও প্যান কার্ড বিনামূল্যে লিঙ্ক করা যাবে।

UIDAI সূত্রে খবর, আধার কার্ড আপডেট ও প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের বিনামূল্যে লিঙ্ক করার জন্য চলতি মাসেই নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে UIDAI কর্তৃপক্ষ। সেই বিজ্ঞপ্তি অনুসারে, দেশবাসী আরও ৩ মাস বিনামূল্যে আধার আপডেট করার সময়সীমা বাড়িয়েছে। অর্থাৎ আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত My Aadhaar পোর্টালের মাধ্যমে বিনামূল্যে আধার আপডেট করা যাবে। এখনও যাদের আধার আপডেট হয়নি তাদের ডিসেম্বরের মধ্যে আধার কার্ড আপডেট করা যাবে।

কীভাবে আধার কার্ড আপডেট করবেন ?

১) প্রথমে আধার ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in-এ যান।
২) এবার আধার ওয়েবসাইটে নিজের ইমেইল আইডি বা ফোন নম্বর দিয়ে লগ-ইন করুন।
৩) এবার একটি পেজ খুলবে, সেখানে নাম, লিঙ্গ, জন্ম তারিখ এবং ঠিকানা লিখুন।
৪) এবার আধার আপডেটের অপশনটি নির্বাচন করুন।
৫) এবার ঠিকানা বা অন্যান্য তথ্য আপডেট করার অপশনটিতে ক্লিক করুন।
৬) এবার সমস্ত নথি ও ছবির স্ক্যান কপি আপলোড করুন।
৭) এরপর অনলাইন পেমেন্ট করুন। সঙ্গে সঙ্গে একটি নম্বর পাবেন, সেটা পরবর্তীতে আপডেট চেক করতে কাজে লাগবে।

প্রসঙ্গত, বিয়ে করে পদবি বদল হলে অথবা নাম, জন্ম তারিখ ও ঠিকানায় ভুল থাকলে উপরিউক্ত পদ্ধতিতেই আধার কার্ড আপডেট করতে পারেন। এছাড়া আধার কার্ড ১০ বছরে হয়ে গেলে সেটি আপডেট করার অনুরোধ করেছে UIDAI।

Next Article