১০ বছর পুরনো আপনার Aadhar Card? বাড়ি বসেই আপডেট করে নিন এভাবে

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 14, 2024 | 2:42 PM

Aadhaar Card Update: যদি কারোর আধার কার্ড ১০ বছরের পুরনো হয়, তবে তাকে অবিলম্বে আধার কার্ড আপডেট করতে হবে। কিন্তু কীভাবে এই আপডেট করবেন?

১০ বছর পুরনো আপনার Aadhar Card? বাড়ি বসেই আপডেট করে নিন এভাবে
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: আধার কার্ড (Aadhaar Card) ছাড়া এখন জীবন অচল। জন্ম থেকে মৃত্যু-সব জায়গাতেই প্রয়োজন আধার কার্ডের। আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই-র তরফে জানানো হয়েছে, নিয়মিত সময় অন্তর আধার কার্ড আপডেট করতে হবে। যদি কারোর আধার কার্ড ১০ বছরের পুরনো হয়, তবে তাকে অবিলম্বে আধার কার্ড আপডেট করতে হবে। কিন্তু কীভাবে এই আপডেট করবেন?

  • অনলাইনে আধার কার্ড আপডেট করতে, আপনাকে প্রথমে আধারের  অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ এ যেতে হবে।
  • এরপরে আপনার আধার নম্বর দিয়ে লগ ইন করতে হবে।
  • এর পর proceed to update address অপশন সিলেক্ট করতে হবে।
  • তারপরে আপনাকে রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) পাঠানো হবে।
  • এর পর আপনাকে ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করতে হবে।
  • এর পরে আপনার আধারের বিস্তারিত তথ্য যাচাই করতে হবে এবং তারপরে হাইপার লিঙ্কে ক্লিক করতে হবে।

কীভাবে ঠিকানা আপডেট করাবেন?

  • যদি আপনার ঠিকানা আপডেট না হয়, তবে এটি আপডেট করতে, আপনাকে প্রথমে https://myaadhaar.uidai.gov.in/ এ গিয়ে লগইন করতে হবে।
  • সেখানে গিয়ে আপনাকে ঠিকানা আপডেট অপশনটি বাছাই করতে হবে।
  • এর পরে, আপডেট আধার অনলাইন অপশনটি নির্বাচন করতে হবে।
  • তারপরে আপনাকে ঠিকানা অপশনটি নির্বাচন করতে হবে এবং আধার আপডেট করতে ক্লিক করতে হবে।
  • এর পরে, নথির স্ক্যান কপি এবং আঙ্গুলের ছাপ এবং আইরিশ স্ক্যান তথ্য প্রবেশ করতে হবে।
Next Article