
নয়া দিল্লি: ১২ ডিজিটের একটা নম্বর। সমস্ত দরকারি কাজেই এই নম্বর লাগে। যে কোনও গুরুত্বপূর্ণ কাজেই আধার নম্বর আবশ্যক। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে প্য়ান কার্ড তৈরি, পিপিএফ অ্যাকাউন্ট, ইন্সুরেন্স পলিসি, সরকারি সুবিধা- সব জায়গাতেই আধার কার্ড দরকার। বর্তমানে অনেক ক্ষেত্রেই আধার ভেরিফিকেশন করা হয় এবং তাতে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নম্বরে ওটিপি আসে। আপনি কী করে জানবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর ও ইমেইল আইডি লিঙ্ক করা আছে কি না? যদি লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু আপনার ফোন নম্বরে ওটিপি আসবে না।
আধারের নিয়ামক সংস্থা, ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) তাদের মাইআধার পোর্টালে একাধিক অনলাইন সার্ভিস যোগ করেছে। এখানে এবার থেকে আপনি শুধু নিজের ঠিকানাই আপডেট করতে পারবেন, তাই নয়,পাশাপাশি আপনার আধার কার্ড বৈধ আছে কি না, মোবাইল নম্বর ও ইমেইল আইডি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে কি না, তা জানা যাবে।
যদি আপনি জানতে চান যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর বা ইমেইল আইডি লিঙ্ক রয়েছে কি না, তাহলে-