Aadhaar New App: এবার এই মোবাইল অ্যাপই আধার কার্ডে বদলে দেবে আপনার নাম-ঠিকানা?

UIDAI, Aadhaar Card: UIDAI জানাচ্ছে, অ্যাপটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এবং ফেস আইডি প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত থাকবে। এর ফলে পরিচয় যাচাই হবে আরও নিখুঁত ও নিরাপদ।

Aadhaar New App: এবার এই মোবাইল অ্যাপই আধার কার্ডে বদলে দেবে আপনার নাম-ঠিকানা?
প্রতীকী ছবি Image Credit source: Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images

Sep 03, 2025 | 12:13 PM

ডিজিটাল ভারতের পরিচয়পত্র হল আধার কার্ড। ট্রেনের টিকিট কাটা থেকে স্কুলে ভর্তি হওয়া, সব কিছুতেই কাজে লাগে আধার কার্ড। আর এবার যাঁদের আধার কার্ড রয়েছে তাদের জন্য বড় খবর। নাম, ঠিকানা বা জন্মতারিখের মতো জরুরি তথ্য এবার বদলানোর জন্য আর লম্বা লাইনে দাঁড়ানোর আর হয়তো দরকার হবে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI একটি নতুন মোবাইল অ্যাপ নিয়ে আসছে, যার কাজ প্রায় শেষের পথে। সরকারি সূত্রে খবর, এই অ্যাপটি এই বছরই অর্থাৎ ২০২৫ সালের শেষের দিকে চালু হতে পারে।

প্রাথমিকভাবে এই অ্যাপটি ‘ই-আধার’ (e-Aadhaar) নামে পরিচিত হয়েছে। ইতিমধ্যেই এর বিটা ভার্সনে কাজ চলছে। এই অ্যাপ তৈরি করা হচ্ছে একটিই উদ্দেশ্য নিয়ে, সেটি হল আধার সংক্রান্ত পরিষেবা আরও সহজ করে সাধারণ মানুষের হাতের মুঠোয় নিয়ে চলে আসা। এর ফলে আমাকে-আপনাকে আধারে ছোটখাটো আপডেটের জন্য আধার কেন্দ্রে যেতে হবে না।

UIDAI জানাচ্ছে, অ্যাপটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এবং ফেস আইডি প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত থাকবে। এর ফলে পরিচয় যাচাই হবে আরও নিখুঁত ও নিরাপদ। ফলে, চলতি বছরের শেষের দিক থেকে শুধুমাত্র বায়োমেট্রিক তথ্য অর্থাৎ আঙুলের ছাপ বা চোখের মণি স্ক্যান করার জন্যই আধার কেন্দ্রে যেতে হবে। বাকি সব আপডেটই করা যাবে মোবাইল থেকে।

এই অ্যাপ চালু হলে কিন্তু সুবিধা হবে আমার আপনার মতো সাধারণ মানুষদেরই। একাধিক নথি নিয়ে আর ঘুরতে হবে না আমাদের। জন্ম সার্টিফিকেট, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ডের মতো সরকারি নথি থেকে অ্যাপটি নিজে থেকেই তথ্য যাচাই করে নেবে। ফলে একদিকে যেমন সময় বাঁচবে, তেমনই কমবে ভুল হওয়ার ঝুঁকি। সরকারের লক্ষ্য, এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে পরিচয়পত্র সংক্রান্ত জালিয়াতিও কমানো। সব মিলিয়ে, আশা করা যায় এই পদক্ষেপ সফল হলে আধার পরিষেবা আরও স্বচ্ছ, দ্রুত এবং ব্যবহারকারী-বান্ধব হয়ে উঠবে।