
ক্যালেন্ডার বলছে সময় প্রায় শেষ। কারণ, আজই আপনার আধার ও প্যান কার্ডের লিঙ্ক করার শেষ দিন। আপনার প্যান কার্ড কি আধারের সঙ্গে যুক্ত? যদি না হয়, তাহলে কাল থেকেই বিরাট বড় আর্থিক সংকটের মধ্যে পড়তে পারেন আপনি। আয়কর দপ্তরের কড়া নির্দেশ, আজ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যেই সারতে হবে এই কাজ।
যদি আপনি এই লিঙ্ক না করেন, তাহলে আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে আপনার প্যান কার্ড ‘নিষ্ক্রিয়’ হয়ে যাবে। এর ফলে প্রথমত, আপনি আয়কর রিটার্ন ফাইল করতে পারবেন না, আটকে যাবে আপনার বকেয়া ট্যাক্স রিফান্ড। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা ক্রেডিট কার্ড পাওয়া অসম্ভব হবে। এ ছাড়াও, ৫০ হাজার টাকার বেশি নগদ লেনদেন করা যাবে না।
অধিকাংশ গ্রাহককে ১০০০ টাকা জরিমানা দিয়েই এই লিঙ্ক করতে হবে। তবে একটি সুখবর আছে। যাঁরা ১ অক্টোবর ২০২৪-এর পর আধার এনরোলমেন্ট আইডি দিয়ে প্যান পেয়েছেন, তাঁদের কোনও ফি লাগবে না। তাঁরা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর রাত পর্যন্ত বিনামূল্যে লিঙ্ক করতে পারবেন।
এই লিঙ্ক করার প্রক্রিয়াটি বেশ সহজ। আয়কর পোর্টালে (e-filing portal) যান। সেখানে লগইন করে, ‘My Profile’ সেকশনে গিয়ে ‘Link Aadhaar’ অপশনটি বেছে নিন। প্যান ও আধার নম্বর দিয়ে ওটিপি (OTP) ভেরিফাই করুন। আর তারপর, ১০০০ টাকা ফি জমা দিলেই আবেদন সম্পূর্ণ।
আজ যদি আপনি এই লিঙ্কের কাজ কুরতে না পারেন, তাহলেও ভয়ের কিছু নেই। কারণ পরেও এই আধার ও প্যান লিঙ্ক করা যাবে। তবে সেক্ষেত্রে কার্ডটি সচল করোতে ৩০ দিন সময় লাগতে পারে। তাই নতুন বছর নির্বিঘ্নে শুরু করতে এখনই কাজটা সেরে ফেলুন।