Save Your Money: টিডিএস কাটবে ২০ শতাংশ, খুলতে পারবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্টও! টাকা বাঁচাতে এই কাজ এখনই করুন!

Aadhaar Pan Link: কেন্দ্র জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করলে আপনার প্যান কিন্তু 'ইনঅপারেটিভ' বা নিষ্ক্রিয় হয়ে যাবে। এর অর্থ হল, সরকারি খাতায় আপনার প্যান কার্ড থাকা আর না থাকা হবে একই। আর তার ফল হতে পারে মারাত্মক।

Save Your Money: টিডিএস কাটবে ২০ শতাংশ, খুলতে পারবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্টও! টাকা বাঁচাতে এই কাজ এখনই করুন!
এই কাজ না করলেই সর্বনাশ!Image Credit source: Getty Images

Dec 25, 2025 | 3:15 PM

আচ্ছা, আপনাত টিডিএস কাটে? বা আপনি ব্যাঙ্কে ৫০ হাজার বা তার বেশি নগদ টাকা জমা করতে পারেন? কিম্বা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বা নতুন ডেবিট বা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন ইদানিংকালে? তাহলে আপনার প্যান কার্ড এখনও কাজ করছে। কিন্তু এই কাজ যদি না করেন, তাহলে আর এই সুবিধা পাবেন না আপনি।

কেন্দ্র জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করলে আপনার প্যান কিন্তু ‘ইনঅপারেটিভ’ বা নিষ্ক্রিয় হয়ে যাবে। এর অর্থ হল, সরকারি খাতায় আপনার প্যান কার্ড থাকা আর না থাকা হবে একই। আর তার ফল হতে পারে মারাত্মক।

আপনি কী কী সমস্যায় পড়বেন?

আয়কর দপ্তরের নিয়ম অনুযায়ী, প্যান অকেজো থাকলে আপনি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ক্রেডিট বা ডেবিট কার্ডের আবেদন করা যাবে না। এমনকি ৫০ হাজার টাকার বেশি নগদ জমা দিতেও বাধা আসবে। সবথেকে বড় ধাক্কা লাগবে করের ক্ষেত্রে। আপনার টিডিএস (ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স) কাটা হবে ২০ শতাংশ হারে। কোনো রিফান্ডও আপনি পাবেন না। ১০ লক্ষ টাকার বেশি স্থাবর সম্পত্তি কেনাবেচাও এই অবস্থায় অসম্ভব।

সমাধানের পথ কী?

আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, এই সব শুনে ভয় পাওয়ার কিছু নেই। তবে দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রথমে আয়কর পোর্টালে গিয়ে ‘e-Pay Tax’ পোর্টালের ‘Link Aadhaar’ অপশনে গিয়ে আবেদন করুন। মনে রাখবেন, আবেদন করার পরই আপনার আধার ও প্যান লিঙ্ক হয়ে যাবে। আর আপনি নিশ্চিত না হলে, পোর্টালের ‘Link Aadhaar Status’ চেক করুন। দেরি করলে আর্থিক লোকসান আরও বাড়তে পারে।