Aadhaar Card: আপনার আধার কার্ড নিয়ে জালিয়াতি হয়নি তো? ঘরে বসেই যাচাই করুন

UIDAI: আধার কার্ডে ১২ সংখ্যার ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর রয়েছে এবং এটি সময়ে সময়ে পরীক্ষা করা উচিত যে, আধার নম্বরটি এখনও সক্রিয় আছে কিনা। কেননা আপনার অজান্তেই বিভিন্ন কারণে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।

Aadhaar Card: আপনার আধার কার্ড নিয়ে জালিয়াতি হয়নি তো? ঘরে বসেই যাচাই করুন
প্রতীকী ছবি।

| Edited By: Sukla Bhattacharjee

May 18, 2023 | 4:02 PM

নয়া দিল্লি: বর্তমানে পরিচয়পত্র হিসাবে অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড (Aadhaar Card)। এটি দেশের যে কোনও স্থানে পরিচয়ের প্রমাণ হিসাবে কাজ করে। একজন ব্যক্তির বিবরণ যেমন আইরিস স্ক্যান, আঙুলের ছাপ এবং ফটোগ্রাফ আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়। এছাড়া আয়কর রিটার্ন ফাইল করার জন্য আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক থাকা প্রয়োজন। UIDAI একজন ব্যক্তির জনসংখ্যাগত এবং বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করে আধার কার্ড ইস্যু করে, যাতে দেশের সমস্ত নাগরিকদের জন্য নির্দিষ্ট সরকারি সুবিধা এবং ভর্তুকি বরাদ্দ করা যায় স্বচ্ছতার সঙ্গে।

আধার কার্ডে ১২ সংখ্যার ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর রয়েছে এবং এটি সময়ে সময়ে পরীক্ষা করা উচিত যে, আধার নম্বরটি এখনও সক্রিয় আছে কিনা। কেননা আপনার অজান্তেই বিভিন্ন কারণে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। যেমন, বায়োমেট্রিক্সের বিবরণের সঙ্গে অমিল অথবা আপনি যদি আপনার বাচ্চাদের ৫ বছর এবং ১৫ বছর বয়সে তাদের বায়োমেট্রিক্স আপডেট না করেন, তাহলে আধার কার্ড নিষ্ক্রিয় হতে যেতে পারে। এছাড়া কিছু প্রতারক আছে যারা জাল আধার কার্ড তৈরি করার চেষ্টা করে। সেই কারণেই UIDAI পরীক্ষা করা উচিত। তবে এটি পরীক্ষা করতে কোথাও যাওয়ার দরকার নেই। ঘরে বসে QR কোডের মাধ্যমে পরীক্ষা করতে পারেন। জেনে নিন কী ভাবে পরীক্ষা করবেন।

QR কোডের মাধ্যমে আধার কার্ড পরীক্ষা করুন

১) আপনাকে গুগল প্লে স্টোর থেকে mAadhaar অ্যাপ ডাউনলোড করতে হবে।
২) অ্যাপটি খোলার পরে QR কোড আইকনে ক্লিক করুন, যেটা আপনি স্ক্রিনের উপরের ডানদিকে পাবেন।
৩) আধার কার্ডের QR কোড, ই-আধার, বা আধার পিভিসি আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে স্ক্যান করতে হবে।
৪)আধার কার্ডের সম্পূর্ণ বিবরণ আপনার সামনে উপস্থিত হবে।

আধার কার্ডে আপনার নাম যাচাই করুন
১) UIDAI ওয়েবসাইটে যান এবং আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
২) সিকিউরিটি বাক্সে যে সিকিউরিটি কোডটি পাবেন সেটি লিখুন এবং ‘চেক স্ট্যাটাস’ এ ক্লিক করুন।
৩) আপনি স্ক্রিনে আপনার আধার নম্বর বা আধার কার্ডের স্থিতি দেখতে পাবেন।

যদি সেটা দেখতে না পান বা আধার কার্ডের বিবরণ না পান, তাহলে আপনার আধার কার্ডটি নিষ্ক্রিয় হয়েছে বলে মনে করতে হবে। সেক্ষেত্রে আধার কার্ডের কাজ হয় যে অফিসে, সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে।