Adani Group Stock Crash: সরস্বতী পুজোর দিনে ‘রক্তাক্ত’ আদানির শেয়ার, কী খবর এল আমেরিকা থেকে?

Share Market: আদানি এন্টারপ্রাইজের শেয়ার বাজারে এই খরা কিন্তু বেশ প্রভাব ফেলছে। ৫ দিন, ২০ দিন, ৫০ দিন বা ২০০ দিনের গড়েও সর্বনিম্ন রয়েছে আদানির শেয়ার। বিগত এক সপ্তাহে ৬.৭২ শতাংশ পতন হয়েছে। এক মাস ও তিন মাসের পারফরম্যান্স আরও খারাপ। 

Adani Group Stock Crash: সরস্বতী পুজোর দিনে রক্তাক্ত আদানির শেয়ার, কী খবর এল আমেরিকা থেকে?
আদানির শেয়ারে ধস।Image Credit source: Amphol Thongmueangluang/SOPA Images/LightRocket via Getty Images

|

Jan 23, 2026 | 2:57 PM

মুম্বই: শেয়ার বাজারে বড় ক্ষতির মুখে আদানি গোষ্ঠী। রেকর্ড পতন হল আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের শেয়ার। গতকাল বাজার বন্ধ হওয়ার সময় যে মূল্য ছিল, আজ, ২৩ জানুয়ারি বাজার খুলতেই আদানির শেয়ারে ৩.১ শতাংশ পতন হয়। আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের শেয়ারের মূল্য কমে দাড়িয়েছে ২০২২.৮ টাকায়। এই পতনের ফলে আদানি এন্টারপ্রাইজের (Adani Enterprises)-এর শেয়ার তার সেক্টরের অন্যান্য কোম্পানির তুলনায় প্রায় ৩.৫ শতাংশ খারাপ পারফরম্যান্স করেছে।

বর্তমান আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম ৫২ সপ্তাহের সর্বনিম্ন দামের থেকে মাত্র ৩.০১ শতাংশ উপরে আছে।শেয়ারের দাম এখন প্রায় এক বছরের সবচেয়ে নিচের স্তরের কাছাকাছি। বাজারে শেয়ারটি নিয়ে নেগেটিভ ট্রেন্ড চলছে।

এ দিন সকালে বাজার খোলার পরই সেনসেক্সের পতন হয় ০.৩৩ শতাংশ। ৮২,০৩৭.৬৫ পয়েন্টে নেমে আসে সেনসেক্স। তবে নজরে পড়ার মতো ছিল যে যেখানে সেনসেক্সে ০.৩৫ শতাংশ পতন হয়েছে, সেখানেই আদানি এন্টারপ্রাইজের একদিনের ক্ষতির পরিমাণ ৩.৬৩ শতাংশ। আদানির শেয়ারে পতনে স্বাভাবিকভাবেই ক্ষতির মুখে পড়েছেন বিনিয়োগকারীরা।

আদানি এন্টারপ্রাইজের শেয়ার বাজারে এই খরা কিন্তু বেশ প্রভাব ফেলছে। ৫ দিন, ২০ দিন, ৫০ দিন বা ২০০ দিনের গড়েও সর্বনিম্ন রয়েছে আদানির শেয়ার। বিগত এক সপ্তাহে ৬.৭২ শতাংশ পতন হয়েছে। এক মাস ও তিন মাসের পারফরম্যান্স আরও খারাপ।

তবে বিগত কয়েক দিন খারাপ ফল করলেও, দীর্ঘমেয়াদে আদানির শেয়ার এখনও লাভজনক। পাঁচ বছরে রিটার্ন দিচ্ছে ২৯৪.০১ শতাংশ, ১০ বছরো ২৭০৯.২৮ শতাংশ রিটার্ন দিয়েছে।

আদানি গ্রুপের এই শেয়ার পতন এমন সময়ে হয়েছে যখন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ও ভাগ্নে সাগর আদানিকে আইনি নোটিস পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন স্ক্রুটিনি ও এক্সচেঞ্জ। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, মার্কিন স্ক্রুটিনি ও এক্সচেঞ্জ নিউইয়র্কের ব্রুকলিনের বিচারকের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছে।  তাদের দাবি, আদানিকে সমন পাঠাতে একাধিকবার ভারত সরকারের সহযোগিতার আবেদন করেছেন তারা, কিন্তু কোনও সদুত্তর পাননি।