Adani Ports: টাকার জোয়ারে ভাসছে ‘আদানির জাহাজ’, ‘লাভের গুড়’ পেলেন বিনিয়োগকারীরাও

Adani Ports: তবে আদানি পোর্টের এমন আগুন গতিতে যে শুধু দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণই বাড়তি অক্সিজেন জুগিয়েছে এমনটা নয়। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাদের শেষ ত্রৈমাসিকের রিপোর্ট।

Adani Ports: টাকার জোয়ারে ভাসছে আদানির জাহাজ, লাভের গুড় পেলেন বিনিয়োগকারীরাও
প্রতীকী ছবিImage Credit source: Getty Image | PTI

|

May 05, 2025 | 12:27 PM

নয়াদিল্লি: শুক্রবার কেরলে উদ্বোধন হল আদানিদের ভিঝিঞ্জাম গভীর সমুদ্র বন্দর। তারপর সোমে চড়চড়িয়ে বাড়ল আদানি পোর্টের দাম। এদিন এক ঝটকায় ৭ শতাংশ দাম বেড়েছে আদানি গোষ্ঠীর এই সংস্থার। ৯০ টাকা দাম বেড়ে ১ হাজার ৩৫৭ টাকায় এসে ঠেকেছে সংস্থার শেয়ারের দর।

তবে আদানি পোর্টের এমন আগুন গতিতে যে শুধু দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণই বাড়তি অক্সিজেন জুগিয়েছে এমনটা নয়। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাদের শেষ ত্রৈমাসিকের রিপোর্ট। তারপরই দালাল স্ট্রিটে গতি ধরেছে আদানির শেয়ার।

রিপোর্ট অনুযায়ী, বছর প্রতি ৫০ শতাংশ মূল মুনাফা বেড়ে ৩ হাজার ২৩ কোটি টাকা আয় হয়েছে আদানি পোর্টের। এছাড়াও, অন্যান্য আয় বেড়েছে ২৩ শতাংশ। EBITDA ২৪ শতাংশ বেড়ে হয়েছে ৫ হাজার কোটি টাকার অধিক।

এপ্রিলে প্রকাশ পাওয়া বাণিজ্যিক রিপোর্ট অনুযায়ী, বর্তমানে সংস্থা ৩৭০.৫ মিলিয়ন মেট্রিক টন কার্গো পরিচালনা করছে। যা বছর প্রতি বৃদ্ধি পাচ্ছে ৪ শতাংশ করে। এছাড়াও, গ্যাস ও তরল পরিবহন বেড়েছে ৮ শতাংশ। রেলের সরঞ্জাম পরিবহনের পরিমাণ বেড়েছে ১.৭ শতাংশ।

বলা যেতে পারে, সব দিকে থেকেই লাভের খাতায় রয়েছে আদানি পোর্ট। তবে এটাই কি সুযোগ বিনিয়োগের? মোতিলাল ওসওয়ালের রেটিং অনুযায়ী, যদি কেউ অন্ততপক্ষে তিন বছর পর্যন্ত এই সংস্থার শেয়ার ধরে রাখার চিন্তাভাবনা রাখেন, তাদের জন্য কিনে ফেলার এটাই ভাল সময়।