
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নাকি সব কিছু করতে পারে? এটা কি সত্যি? সে সত্যি হোক বা না হোক, প্রযুক্তি কিন্তু আমাদের হাতের মুঠোর মধ্যেই রয়েছে। ফলে, একটা প্রশ্ন আসতেই পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি কি কারও খারাপ ক্রেডিট স্কোর ঠিক করে দিতে পারে? এক কথায় এর একটাই উত্তর হয়। সেটা হল ‘না’, কৃত্রিম বুদ্ধিমত্তা কোনও ভাবেই ক্রেডিট স্কোর ঠিক করতে পারে না। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা অন্য ভাবে এখানে আপনাকে সাহায্য করতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা কোনও জাদুকাঠি নয়। আর সেই কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রেডিট স্কোর বাড়িয়ে আপনাকে সাহায্য করতে পারে না। কিন্তু এআই আপনাকে আর্থিক বুদ্ধি দিতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার ক্রেডিট রিপোর্ট বদলাতে পারে না। আপনার ক্রেডিট এজেন্সির সঙ্গে কথা বলে বা দরাদরি করে কিছু বদলানোর ক্ষমতাও নেই তার। তবে, এআই মডেলগুলো খুব কার্যকর ভাবে আপনার খরচের হিসেব বিশ্লেষণ করতে পারে। যা থেকে আপনি বুঝতে পারবেন আপনার ক্রেডিট স্কোর কেমন হতে পারে।
আপনার রিমাইন্ডার: ধরুন আপনি ক্রেডিট কার্ডের বিল দিতে ভুলে যান। এআই কিন্তু ঠিক সময় আপনাকে বিল দেওয়ার কথা মনে করাবে। বা দেরিতে পেমেন্ট করলে কী কী খারাপ হয়, সেটা বলবে।
পরামর্শ: আপনার ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও কি অনেক বেশি? অর্থাৎ, আপনি কি ৩০ শতাংশের বেশি ক্রেডিট লিমিট ব্যবহার করছেন? এআই তখন আপনাকে বলবে এই ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও কীভাবে কমানো যায়।
বুদ্ধি বাড়াবে: আপনি হয়তো জানেন না আপনার ক্রেডিট হিস্ট্রিও আপনার ক্রেডিট স্কোরে প্রভাব ফেলে। আর এমন একাধিক বিষয় রয়েছে যা এআই আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবে। ধরুন কিছু বোকা বোকা প্রশ্ন, যা আপনি হয়তো আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারকে করতে ভয় পান। সেই প্রশ্ন আপনি এখানে করতেই পারেন। তাতে আপনার এই বিষয়ের উপর ক্ল্যারিটি বাড়বে।
কৃত্রিম বুদ্ধিমত্তা আপনাকে রাস্তা দেখাতে পারে যে কীভাবে আপনি কাজ করলে আপনার ক্রেডিট স্কোর ভাল হবে। এআই কিন্তু আপনার ক্রেডিট ইতিহাস বদলাতে পারে না। কিন্তু আপনার আর্থিক শৃঙ্খলা বাড়াতে সাহায্য করতে পারে। আর তার কারণেই আপনার ক্রেডিট স্কোর ধীরে ধীরে ভাল হবে।
তবে বিশেষজ্ঞরা বলেন, আপনার প্যান নম্বর কখনও এআইকে জানাবেন না। কারণ আপনার ব্যক্তিগত তথ্য আপনার প্যান নম্বর থেকেই জেনে নিতে পারে সে। চ্যাটজিপিটি, জেমিনাই বা পারপ্লেক্সিটির মতো এআই টুল আসলে পরামর্শ দিতে পারে আপনাকে। তারা আপনাকে গাইড করতে পারে, মনে করাতে পারে ও কী করবেন তার ব্যাখ্যা দিতে পারে। এআই আপনাকে খেলা শিখিয়ে দেবে, কিন্তু মাঠে নেমে খেলতে হবে আপনাকেই!