AI Superintelligence: Google-Meta-র হাত ধরল Reliance, ভারতের ভবিষ্যৎ কি এবার AI লিখবে?

Google-Meta With Reliance: গুগল সিইও সুন্দর পিচাই ও মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ একযোগে ভারতের এক নতুন AI যুগের সূচনার কথা ঘোষণা করলেন।

AI Superintelligence: Google-Meta-র হাত ধরল Reliance, ভারতের ভবিষ্যৎ কি এবার AI লিখবে?
Image Credit source: PTI

Sep 07, 2025 | 11:43 AM

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা বা AGM এবার হয়ে উঠল বিশ্বের প্রযুক্তি মঞ্চ। গুগল সিইও সুন্দর পিচাই ও মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ একযোগে ভারতের এক নতুন AI যুগের সূচনার কথা ঘোষণা করলেন। রিলায়েন্সের সঙ্গে হাত মিলিয়ে তাঁদের লক্ষ্য দেশের প্রতিটি ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে AI পৌঁছে দেওয়া।

জুকারবার্গের স্বপ্ন

মেটার সিইও মার্ক জুকারবার্গ প্রত্যেক ভারতীয়ের জন্য ‘পার্সোনাল সুপার ইন্টেলিজেন্স’ (Personal Superintelligence) তৈরির স্বপ্নের কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা চাই প্রত্যেক ব্যক্তিকে ব্যক্তিগত সুপার ইন্টেলিজেন্সের ক্ষমতা দিতে’। সেই লক্ষ্যপূরণে হাত মিলিয়েছে মেটা ও রিলায়েন্স। তাদের ওপেন-সোর্স AI মডেলগুলো তারা দেশের ছোট-বড় ব্যবসায়ীদের জন্য সরবরাহ করবে। এর ফলে যে কোনও ব্যবসায়ী নিজের প্রয়োজনমতো AI টুল ব্যবহার করতে পারবেন।

পিচাইয়ের ঘোষণা

গুগলের সিইও সুন্দর পিচাই ভারতের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে তাঁদের অঙ্গীকারের কথা বলেন। পিচাইয়ের কথায়, ‘ভারত গুগলের জন্য সবসময়ই একটি বিশেষ জায়গা’। তিনি ঘোষণা করেন, গুজরাটের জামনগরে গুগল একটি অত্যাধুনিক ক্লাউড পরিকাঠামো তৈরি করছে। এই কেন্দ্রটি ব্যবহার করবে শুধুমাত্র রিলায়েন্সই। এর মূল লক্ষ্য হল, দেশের বড় শিল্প সংস্থা থেকে শুরু করে ছোট দোকান, সকলের কাছেই AI এবং ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা পৌঁছে দেওয়া।

রিলায়েন্সের সঙ্গে দুই মার্কিন টেক সংস্থার যুগলবন্দী ভারতের প্রযুক্তিগত ভবিষ্যতকে যে এক নতুন দিশা দেখাবে, তা স্পষ্ট। তবে আগামী দিনে দেশের অর্থনীতি ও দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কতটা পড়ে, সেটাই এখন দেখার।