Railways: ট্রেনে এক্সট্রা লাগেজ নিয়ে উঠলেই দিতে হবে অতিরিক্ত টাকা, আসছে কড়া নিয়ম

Indian Railways: রেলের নিয়ম অনুযায়ী, এসি ফার্স্ট ক্লাসের যাত্রীরা সর্বাধিক ৭০ কেজি পর্যন্ত ওজন বহন করা যায়। এসি টু টায়ার ও থ্রি টায়ারের যাত্রীরা সর্বাধিক ৫০ কেজি ও ৪০ কেজি ওজন বহন করতে পারেন।

Railways: ট্রেনে এক্সট্রা লাগেজ নিয়ে উঠলেই দিতে হবে অতিরিক্ত টাকা, আসছে কড়া নিয়ম
ফাইল চিত্রImage Credit source: unsplash

|

Aug 20, 2025 | 12:17 PM

নয়া দিল্লি: বিমানে ভ্রমণের ক্ষেত্রে লাগেজের নির্দিষ্ট সীমা রয়েছে। অতিরিক্ত ওজনের লাগেজ নিয়ে গেলেই দিতে হয় এক্সট্রা চার্জ। ট্রেনের ক্ষেত্রে এমন বাধ্যবাধকতা ছিল না। তবে আর বেশিদিন নয়। এবার থেকে ট্রেনে লাগেজের ক্ষেত্রেও একই নিয়ম চালু হতে চলেছে। ভারতীয় রেলওয়ে লাগেজের ক্ষেত্রে একই নিয়ম আনতে চলেছে। বিমানবন্দরে লাগেজের যেমন নিয়ম থাকে, সেই নিয়ম এবার কার্যকর হবে ট্রেনের ক্ষেত্রেও।

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই রেলের তরফে এই প্রস্তাবনা দেওয়া হয়েছে। ট্রেনে চড়ার আগে যাত্রীদের সঙ্গে থাকা লাগেজের ওজন পরিমাপ করা হবে। যদি নির্ধারিত ওজনের থেকে বেশি ওজনের লাগেজ থাকে যাত্রীর কাছে, তাহলে সেই যাত্রীকে অতিরিক্ত টাকা দিতে হবে লাগেজ বহনের জন্য।

সূত্রের খবর, প্রাথমিকভাবে দেশের বড় বড় রেলস্টেশন, প্রয়াজরাজ জংশন, কানপুর সেন্ট্রাল, ইটাওয়ার মতো স্টেশনে এই নিয়ম চালু হবে। পরে ধাপে ধাপে বাকি স্টেশনেও এই নিয়ম চালু হবে।

উল্লেখ্য, ভারতীয় রেলে ইতিমধ্যেই লাগেজ বহনের নিয়ম রয়েছে, যা বহু যাত্রীই জানেন না। রেলের নিয়ম অনুযায়ী, এসি ফার্স্ট ক্লাসের যাত্রীরা সর্বাধিক ৭০ কেজি পর্যন্ত ওজন বহন করা যায়। এসি টু টায়ার ও থ্রি টায়ারের যাত্রীরা সর্বাধিক ৫০ কেজি ও ৪০ কেজি ওজন বহন করতে পারেন। স্লিপার ক্লাসের যাত্রীরা সর্বাধিক ৩৫ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারেন।

যদিও প্রস্তাবনা গ্রহণের আগেই সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে এই সিদ্ধান্ত গরিব বিরোধী। এতে সাধারণ মানুষের আরও খরচ বাড়বে।