AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এক টাকাও লাগবে না সাবস্ক্রিপশনে, ‘ফ্রি’-তে Netflix দেখুন এইভাবে…

Airtel Recharge: এয়ারটেল এমন এক রিচার্জ প্ল্যান এনেছে, যাতে বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পাবেন। এই রিচার্জ প্ল্যানে প্রচুর ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে।

এক টাকাও লাগবে না সাবস্ক্রিপশনে, 'ফ্রি'-তে Netflix দেখুন এইভাবে...
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Jun 12, 2025 | 3:08 PM
Share

সিনেমা হল ছেড়ে এখন সবার চোখ আটকে থাকে ওটিটি প্ল্যাটফর্মেই। পছন্দের ওয়েব সিরিজ বা সিনেমা দেখতে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মই ভরসা। তবে প্রতিটি অ্যাপের সাবস্ক্রিপশন নেওয়া যথেষ্ট ব্যয়সাপেক্ষ। এবার নিখরচায় নেটফ্লিক্স দেখার সুযোগ করে দিল এয়ারটেল। এমন এক রিচার্জ প্ল্যান এনেছে, যাতে বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পাবেন। এই রিচার্জ প্ল্যানে প্রচুর ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে।

১৭৯৮ টাকার প্ল্যান-

এয়ারটেলের এই প্রিপেইড প্ল্যানটি তাদের জন্য যারা ইন্টারনেট ব্যবহার করেন এবং বিনোদনের প্রতি আগ্রহী। এতে প্রতিদিন ৩ জিবি ডেটা, প্রতিদিন ১০০টি বিনামূল্যে এসএমএস (SMS) এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেয়।   আনলিমিটেড 5G ডেটার পাশাপাশি নেটফ্লিক্সের বেসিক প্ল্যান এবং এয়ারটেল এক্সস্ট্রিম সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। এই প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। এই প্ল্যানটি একইসঙ্গে OTT এবং ইন্টারনেট উভয় চাহিদা পূরণ করবে।

১৭২৯ টাকার প্ল্যান-

এয়ারটেলের এই প্ল্যানে আপনি কেবল Netflix নয়, অন্যান্য OTT অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাবেন। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া প্রতিদিন ১০০টি এসএমএস (SMS) এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এতে  Netflix, Zee5, Disney+ Hotstar Super এবং Xstream Play Premium এর সাবস্ক্রিপশন পাবেন। এয়ারটেলের নতুন স্প্যাম ফাইটিং নেটওয়ার্ক এবং বিনামূল্যে হ্যালোটিউনের সুবিধাও পাওয়া যাবে। এই প্ল্যানের মেয়াদও ৮৪ দিন।

৫৯৮ টাকার প্ল্যানে একটি সুবিধা রয়েছে-

৬০০ টাকারও কম দামের এই এয়ারটেল প্ল্যানে প্রতিদিন  ২জিবি ডেটা, ১০০টি বিনামূল্যে এসএমএস ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। বিনোদনের জন্য নেটফ্লিক্স Netflix Basic, Zee5 Premium, Disney+ Hotstar Super এবং Xstream Premium এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন।