Alakh Pandey: ১৪ হাজার কোটির সম্পত্তি! শাহরুখ খানের থেকেও ধনী IIT-JEE ফেল এই শিক্ষক, কীভাবে?
PhysicsWallah: ১৯৯১ সালে উত্তর প্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন আলাখ পান্ডে। ছোট থেকেই তাঁকে প্রবল আর্থিক কষ্টের মধ্য়ে দিয়ে বড় হতে হয়েছে। এমনকী, তাদের নিজের বাড়িও বিক্রি করে দিতে হয়েছিল। এই আর্থিক কষ্ট তৈরি করেছিল লড়াকু মনোভাব। যখন নবম শ্রেণিতে পড়তেন, সেই সময় থেকেই টিউশানি শুরু করেন।

নয়া দিল্লি: বলিউডের বাদশাও হেরে গেলেন এর কাছে। এই প্রথমবার বিলিওনিয়ার ক্লাবে প্রবেশ করেছেন শাহরুখ খান। তাঁর সম্পত্তির পরিমাণ বেড়েছে ৭১ শতাংশ। তবে তাঁকেও টপকে গিয়েছেন একজন। তিনি আর কেউ নন, আলাখ পান্ডে। যিনি এক সময়ে আইআইটি-জেইই পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছিলেন, আর্থিক কষ্টে বাড়ি বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন, তিনিই মোট সম্পত্তির নিরিখে শাহরুখ খানকে টপকে গেলেন।
ফিজিক্সওয়ালার নাম এখন অনেকের কাছেই পরিচিত। অনলাইন এডুকেশনের এই কোর্স করেই লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। সেই ফিজিক্সওয়ালার প্রতিষ্ঠাতা আলাখ পান্ডে। হারুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫- অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৪ হাজার ৫১০ কোটি টাকা! সেখানেই শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ ১২ হাজার ৪৯০ কোটি টাকা।
১৯৯১ সালে উত্তর প্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন আলাখ পান্ডে। ছোট থেকেই তাঁকে প্রবল আর্থিক কষ্টের মধ্য়ে দিয়ে বড় হতে হয়েছে। এমনকী, তাদের নিজের বাড়িও বিক্রি করে দিতে হয়েছিল। এই আর্থিক কষ্ট তৈরি করেছিল লড়াকু মনোভাব। যখন নবম শ্রেণিতে পড়তেন, সেই সময় থেকেই টিউশানি শুরু করেন।
প্রথম প্রচেষ্টায় আইআইটি-জেইই (IIT-JEE)-ও পাশ করতে পারেননি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সে ভর্তি হলেও, মাঝপথেই তা ছেড়ে দেন। পরে ২০১৬ সালে তিনি নিজের ইউটিউব চ্যানেল শুরু করেন। নাম দেন ফিজিক্স ওয়ালা (Physics Wallah)। তাঁর লক্ষ্য ছিল একটাই, সহজে, সস্তায় শিক্ষা পৌঁছে দেওয়া।
সেই ফিজিক্সওয়ালাই আজ দেশের অন্যতম বড় এড-টেক ইউনিকর্ন সংস্থা। আজ আলাখ সফল উদ্যোগপতি। একচালার বাড়ি থেকে উঠে আসা আলাখ পান্ডের সম্পত্তি বেড়েছে ২২৩ শতাংশ। ২০২৪ সালের তুলনায় এই বছরে আলাখের সম্পত্তি বেড়েছে ৭১ শতাংশ।
শুধু আলাখ নয়, তার সংস্থারও আয় বিপুল বেড়েছে। যেখানে ২০২৩-২৪ অর্থবর্ষে ফিজিক্সওয়ালার আয় ছিল ১৯৪০ কোটি টাকা, সেখানেই তা ২০২৫ অর্থবর্ষে বেড়ে দাঁড়িয়েছে ২৮৮৬ কোটি টাকায়। ক্ষতির পরিমাণ ১১৩১ কোটি টাকা থেকে কমে ২৪৩ কোটি টাকায় নেমে এসেছে।
