Dry Day: সুরাপ্রেমীদের জন্য নো টেনশন! ‘ড্রাই ডে’-তেও এখানে পাবেন পছন্দের সুরা

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 15, 2023 | 12:51 AM

Alcohol: ড্রাই ডে-তে সরকার রেজিস্ট্রিকৃত সুরার দোকানগুলি যেমন বন্ধ থাকে, তেমনই পার্কে বা রাস্তায় বসে মদ্যপান করা নিষিদ্ধ। তাই ১৫ আগস্ট বিভিন্ন পার্কে, রাস্তাঘাটে চেকিং চলবে।

Dry Day: সুরাপ্রেমীদের জন্য নো টেনশন! ড্রাই ডে-তেও এখানে পাবেন পছন্দের সুরা
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: জন্য সুখবর! স্বাধীনতা দিবস মানেই ‘ড্রাই ডে’ (Dry Day)। অর্থাৎ এই দিনে দেশে সমস্ত মদের দোকান বন্ধ থাকে। স্বাভাবিকভাবেই ১৫ অগস্ট ছুটির দিন হলেও মদ মজুত করা না থাকলে সুরাপ্রেমীরা তার আস্বাদন থেকে বঞ্চিত থাকেন। ড্রাই ডে-তে গোপনেও যাতে মদ বিক্রি না হয়, তার জন্য পুলিশ ও আবগারি দফতরের কর্মীরা কড়া নজরদারি চালাবেন। তবে সরকার রেজিস্ট্রিকৃত সুরার দোকানগুলি বন্ধ থাকলেও সুরাপ্রেমীরা একেবারে বঞ্চিত থাকবেন না। ড্রাই ডে-তেও কোথায় মদ (Alcohol) মিলতে পারে, জেনে নিন।

ড্রাই ডে-তেও এখানে মদ পাওয়া যাবে!

আপনি যদি ড্রাই ডে-তেও অ্যালকোহল পান করতে চান তাহলে রেস্ট্রো বা বারে যেতে পারেন। ১৫ অগস্ট সরকার রেজিস্ট্রিকৃত সুরার দোকানগুলি বন্ধ থাকলেও রেস্ট্রো বা বার খোলা থাকে। ফলে সুরাপ্রেমীরা সেখানে গিয়ে শান্তিতে মদ পান করতে পারবেন। তবে শর্ত একটাই যে, মদ্যপান করার পর অনেকেই কান্নাকাটি করতে পারেন। কিন্তু, সেটা সহজ হবে না।

রেস্ট্রো বা বার ছাড়াও আপনি আপনার বাড়িতে আগে থেকে মদ মজুত করে রাখতে পারলে বাড়িতে বসেও মদ পান করতে পারেন। সেক্ষেত্রেও কোনও বাধা নেই।

ড্রাই ডে-তে মদ্যপানে সতর্কতা

ড্রাই ডে-তে সরকার রেজিস্ট্রিকৃত সুরার দোকানগুলি যেমন বন্ধ থাকে, তেমনই পার্কে বা রাস্তায় বসে মদ্যপান করা নিষিদ্ধ। তাই ১৫ আগস্ট বিভিন্ন পার্কে, রাস্তাঘাটে চেকিং চলবে। ফলে রাস্তায় বা পার্কে বসে মদ্যপান না করাই ভাল। সেক্ষেত্রে বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। তাই ড্রাই ডে-তে রাস্তায় বা পার্কে বসে মদ্যপান না করা উচিত। আর করলেও বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।

প্রসঙ্গত, আবগারি দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ১৫ অগস্ট রাস্তাঘাটে বিশেষ চেকিং করা হবে। অনেকগুলি দলে ভাগ হয়ে টহল দেবেন দফতরের কর্মীরা। ড্রাই ডে-তে প্রকাশ্যে মদ্যপান ঠেকাতে আবগারি দফতরের পাশাপাশি পুলিশের দলও নজরদারির কাজ চালাবে।

Next Article