Amazon India: কাশ্মীরের ডাল লেকে হাউসবোটের দুয়ারে দুয়ারে ‘অ্যামাজন’, খুলল প্রথম ভাসমান দোকান

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 29, 2023 | 8:17 AM

Amazon Store on Dal Lake: হাউসবোট 'সেলেক টাউনে'র মালিক মুর্তজা খান কাশি প্রতিদিন হাউসবোটগুলির দরজায় দরজায় গ্রাহকদের প্যাকেজ সরবরাহ করবেন। 'আই হ্যাভ স্পেস' প্রচারের অংশ হিসেবে ২৭ জুলাই, শ্রীনগরের ডাল লেকে তাদের প্রথম ভাসমান স্টোর খুলল অ্যামাজন ইন্ডিয়া।

Amazon India: কাশ্মীরের ডাল লেকে হাউসবোটের দুয়ারে দুয়ারে অ্যামাজন, খুলল প্রথম ভাসমান দোকান
মুর্তজা খান কাশি প্রতিদিন হাউসবোটগুলির দরজায় দরজায় গ্রাহকদের প্যাকেজ সরবরাহ করবেন
Image Credit source: Twitter

Follow Us

শ্রীনগর: কাশ্মীরের ডাল লেকে ভাসমান হাউসবোটের দরজায় দরজায়ও গ্রাহকদের পছন্দের পণ্য পৌঁছে দেবে অনলাইন শপিং সংস্থা ‘অ্যামাজন ইন্ডিয়া’। ২০১৫ সালে ছোট শহর ও দুর্গম এলাকায় পণ্য সরবরাহ পরিষেবার প্রসার ঘটাতে ‘আই হ্যাভ স্পেস’ নামে এক প্রচার শুরু হয়েছিল সংস্থা। সেই প্রচারেরই অংশ হিসেবে ২৭ জুলাই, শ্রীনগরের ডাল লেকে তাদের প্রথম ভাসমান স্টোর খুলল অ্যামাজন ইন্ডিয়া।

‘আই হ্যাভ স্পেস’ প্রচারের আওতায় অ্যামাজন, ২ থেকে ৪ কিলোমিটার দূরত্বের মধ্যে পণ্য বিতরণের জন্য আশেপাশের দোকান এবং ছোট সংস্থাগুলির সঙ্গে অংশীদারি করে। ভারতের প্রায় ৪২০টি ছোট শহরে তাদের ২৮,০০০-এর বেশি এই রকম অংশীদার রয়েছে। ডাল লেক এবং নিগেন লেকে সংস্থার হয়ে পণ্য সরবরাহ করবেন মুর্তজা খান কাশি নামে এক স্থানীয় ব্যবসায়ী।

তিনি ‘সেলেক টাউন’ নামে একটি হাউসবোটের মালিক। হাউসবোটই মুর্তজার প্রাথমিক ব্যবসা হলেও, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে সেই শুধুমাত্র সেই ব্যবসায় সংসার খরচ চালানো সম্ভব হচ্ছিল না। বছরের কয়েক মাসই শ্রীনগরে পর্যটকদের পা পড়ে। তাই হাউসবোটের ব্যবসায় সারা বছর আয়ও নেই। হাউসবোটটি রক্ষাণাবেক্ষণের খরচও আছে। অতিরিক্ত আয়ের সুযোগ করে দিয়েছে অ্য়ামাজন।


ডাল লেক এবং নিগেন লেকের বাসিন্দা, পর্য়টক এবং ব্যবসায়িক সংস্থাগুলিকে এই ভাসমান দোকান পণ্য সরবরাহ করবে। আগে, অ্যামাজনের ডেলিভারি নিতে তাদের হয় শিকারা নিয়ে পারে আসতে হত, নয়তো স্থানীয় কাউকে বলে তা হাউসবোট পর্যন্ত নিয়ে আসতে হত। অ্যামাজনের এই স্টোরর মাধ্যমে স্থানীয় ব্যবসারও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। ভারতে অ্যামাজন লজিস্টিকসের ডিরেক্টর, করুণা শঙ্কর পান্ডে বলেছেন, “অ্যামাজনের ডেলিভারি নেটওয়ার্ক আরও শক্তিশালী হল। আমরা শ্রীনগরের গ্রাহকদের আরও দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে পণ্য সরবরাহ করতে পারব বলে আশা করছি।”

Next Article