
ডিজিটাল পেমেন্ট আর বিল মেটানোর দিন শেষ। এবার আপনার জমানো টাকার ওপর সুদ দিতে তৈরি ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। বিনিয়োগের বাজারে বড় ধামাকা দিয়ে ‘ফিক্সড ডিপোজিট’ পরিষেবা শুরু করল অ্যামাজন পে।
আপনার পকেটে কি মাত্র ১০০০ টাকা আছে? এখন সেই সামান্য টাকা দিয়েই আপনি ফিক্সড ডিপোজিট শুরু করতে পারবেন। সর্বোচ্চ সুদের হার মিলছে ৮ শতাংশ পর্যন্ত। তবে মহিলাদের জন্য রয়েছে বিশেষ সুখবর। শ্রীরাম ফাইন্যান্সে বিনিয়োগ করলে মহিলারা অতিরিক্ত ০.৫ শতাংশ সুদ পাবেন। অর্থাৎ রিটার্ন পৌঁছাতে পারে ৮.৫ শতাংশে।
অ্যামাজন এই পরিষেবার জন্য মোট ৫টি ব্যাঙ্ক ও ২টি নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছে। তালিকায় রয়েছে, শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক ও উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এ ছাড়াও রয়েছে বাজাজ ফাইন্যান্স ও শ্রীরাম ফাইন্যান্সের মতো নির্ভরযোগ্য এনবিএফসি।
সবচেয়ে বড় সুবিধা হল, এই ব্যাঙ্কগুলিতে আপনার অ্যাকাউন্ট না থাকলেও আপনি বিনিয়োগ করতে পারবেন। কোনও ব্যাঙ্কে যাওয়ার ঝক্কি নেই, সই-সাবুদ নেই। আপনার স্মার্টফোনে অ্যামাজন পে অ্যাপ থাকলেই কেল্লাফতে। পুরো প্রক্রিয়াটিই হবে ডিজিটাল পদ্ধতিতে।
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ডিজিটাল মাধ্যমে এই বিনিয়োগ কতটা নিরাপদ? অ্যামাজন জানিয়েছে, এই প্রতিটি ডিপোজিট ‘ডিপোজিট ইনশিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন’ বা DICGC-এর অধীনে বিমা করা। অর্থাৎ ব্যাঙ্ক প্রতি ৫ লক্ষ টাকা পর্যন্ত আপনার আমানত সম্পূর্ণ সুরক্ষিত।
বিনিয়োগ শুরু করতে আপনার অ্যাপের ‘Amazon Pay’ সেকশনে যান। সেখানে ‘Fixed Deposit’ অপশনটি বেছে নিন। এরপর নিজের পছন্দমতো ব্যাঙ্ক বা সংস্থা সিলেক্ট করে শর্তাবলী মেনে নিলেই কেল্লাফতে। ব্যাঙ্কিং পরিষেবাকে আমজনতার হাতের মুঠোয় আনতে অ্যামাজনের এই পদক্ষেপ মাস্টারস্ট্রোক হতে পারে।