2000 Rs Note: এই তারিখের পর থেকে ‘ক্যাশ অন ডেলিভারি’তে ২০০০ টাকার নোট গ্রহণ করবে না Amazon

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 14, 2023 | 2:07 PM

Amazon: ২০০০ টাকা নোট বাতিলের ঘোষণার পর থেকেই ব্যাঙ্কে নোট বদলের হিড়িক পড়ে যায়। অনেকে আবার ব্যাঙ্কের ভিড় এড়াতে অনলাইন সংস্থা থেকে ক্যাশ অন ডেলিভারিতে জিনিসপত্র অর্ডার করেন এবং ডেলিভারি বয়দের হাতে ২০০০ টাকার নোট ধরিয়ে দিতেন।

2000 Rs Note: এই তারিখের পর থেকে ক্যাশ অন ডেলিভারিতে ২০০০ টাকার নোট গ্রহণ করবে না Amazon
আর ২০০০ টাকার নোট নেবে না অ্যামাজন।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: ২০০০ টাকার নোট বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। চলতি বছরের মে মাসেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া(Reserve Bank of India)-র তরফে এই ঘোষণা করা হয়। আগামী ৩০ সেপ্টেম্বর অবধি ব্যাঙ্কগুলিতে ২০০০ টাকার নোট (2000 Rs Note) বদল করা যাবে। এর মাঝেই বড় ঘোষণা করল ই-কর্মাস সংস্থা অ্যামাজন (Amazon)। ১৯ তারিখের পর থেকে আর ২০০০ টাকার নোট গ্রহণ করবে না সংস্থা, এমনটাই জানানো হল।

২০০০ টাকা নোট বাতিলের ঘোষণার পর থেকেই ব্যাঙ্কে নোট বদলের হিড়িক পড়ে যায়। অনেকে আবার ব্যাঙ্কের ভিড় এড়াতে অনলাইন সংস্থা থেকে ক্যাশ অন ডেলিভারিতে জিনিসপত্র অর্ডার করেন এবং ডেলিভারি বয়দের হাতে ২০০০ টাকার নোট ধরিয়ে দিতেন। কিন্তু এবার অ্যামাজনের তরফে জানানো হল যে ১৯ সেপ্টেম্বরের পর থেকে আর ক্যাশ অন ডেলিভারিতে ২০০০ টাকার নোট নেওয়া হবে না।

অ্য়ামাজনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, ২০০০ টাকার নোট আমরা বর্তমানে গ্রহণ করলেও, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ২০০০ টাকার নোট গ্রহণ করা হবে না। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদি থার্ড পার্টি কুরিয়ারের মাধ্যমে কোনও পণ্য ডেলিভার করা হয়, তবে সেক্ষেত্রে ২০০০ টাকার নোট গ্রহণে কোনও বাধা থাকবে না।

গত ১৯ মে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে নোটিস জারি করে জানানো হয়, ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হচ্ছে। বাজারে যত ২০০০ টাকার নোট রয়েছে, তাও ফিরিয়ে নেওয়া হবে। আগামী ৩০ সেপ্টেম্বর অবধি সরাসরি ব্যাঙ্কে গিয়ে বা অ্যাকাউন্টে ২০০০ টাকার নোট জমা দিয়ে নোট বদল করা যাবে।

Next Article