Mukesh Ambani- Karan Johar: বলিউড বদলে দেবেন মুকেশ অম্বানী? করণ জোহরের সঙ্গে তলে তলে চলছে এই কথা

Reliance-Dharma Production: সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ধর্মা প্রোডাকশনের শেয়ার বিক্রির পরিকল্পনা করছেন করণ জোহর, কিন্তু মন মতো প্রস্তাব না পাওয়ায় আলোচনা এগোয়নি। এবার রিলায়েন্সের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে কথাবার্তা এগোচ্ছে বলেই শোনা যাচ্ছে।

Mukesh Ambani- Karan Johar: বলিউড বদলে দেবেন মুকেশ অম্বানী? করণ জোহরের সঙ্গে তলে তলে চলছে এই কথা
কী আলোচনা চলছে মুকেশ অম্বানী-করণ জোহরের মধ্যে?Image Credit source: PTI & Getty Images
Follow Us:
| Updated on: Oct 14, 2024 | 3:54 PM

নয়া দিল্লি: চাল, ডাল, তেল থেকে শুরু করে বিদ্যুৎ, টেলিকম- সর্বত্রই ছড়িয়ে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। মুকেশ অম্বানীর সংস্থা বর্তমানে দেশের অন্যতম বড় কনগ্লোমারেট সংস্থা। দেশ তথা বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম দশেই থাকে অম্বানীর নাম। মুম্বই ইন্ডিয়ান্সের হাত ধরে বহু বছর আগেই খেলার দুনিয়ায় পা রেখেছে রিলায়েন্স। এবার পালা বিনোদন জগতের। শোনা যাচ্ছে, বলিউডে প্রবেশ করতে চলেছে মুকেশ অম্বানীর সংস্থা। পরিচালক ও নির্মাতা করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের অংশীদারিত্ব নিতে পারে রিলায়েন্স।

ইকোনমিক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, মুকেশ অম্বানী এবার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ব্যবসা প্রসারিত করার পরিকল্পনা করছেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং করণ জোহরের ধর্মা প্রোডাকশনের মধ্যে শেয়ার কেনার  আলোচনা চলছে।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ধর্মা প্রোডাকশনের শেয়ার বিক্রির পরিকল্পনা করছেন করণ জোহর, কিন্তু মন মতো প্রস্তাব না পাওয়ায় আলোচনা এগোয়নি। এবার রিলায়েন্সের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে কথাবার্তা এগোচ্ছে বলেই শোনা যাচ্ছে।

ইতিমধ্যে জিও স্টুডিও এবং ভায়াকম ১৮ স্টুডিয়ো রয়েছে, যা রিলায়েন্সই অংশ। এবার ধর্মা প্রোডাকশনের অংশীদারিত্ব নিলে বলিউডে অম্বানীদের অস্তিত্ব আরও মজবুত হবে। এর আগে সম্প্রতি, আরআইএল বালাজি ফিল্মসেও অল্প শেয়ার কিনেছিল।

প্রসঙ্গত, ধর্মা প্রোডাকশনের ৯০ শতাংশ শেয়ারই করণ জোহরের নামে রয়েছে। বাকি ৯ শতাংশ শেয়ার তাঁর মায়ের নামে রয়েছে। রিলায়েন্স করণ জোহরের কাছ থেকেই শেয়ার কিনতে পারে।