TCS-এ ১২ হাজার ছাঁটাইয়ের মাঝেই এবার বড় ঘোষণা Infosys-র

Infosys: কোম্পানির তরফে জানানো হয়েছে, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরেও বিনিয়োগ করা হচ্ছে। একইসঙ্গে কর্মীদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কর্মদক্ষতা বাড়াতে। এতে সংস্থার আরও প্রজেক্ট পেতে সুবিধা হবে।

TCS-এ ১২ হাজার ছাঁটাইয়ের মাঝেই এবার বড় ঘোষণা Infosys-র
ইনফোসিসের সিইও সলিল পারেখ।Image Credit source: PTI

|

Aug 04, 2025 | 8:09 AM

নয়া দিল্লি: একদিকে যেখানে টিসিএস কর্মী ছাঁটাই করছে, সেখানেই বড় ঘোষণা ইনফোসিসের। তারা কর্মী ছাঁটাই নয়, বরং নিয়োগ করতে চলেছে। ইনফোসিস সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে চলতি অর্থবর্ষে ২০ হাজার নতুন কর্মী নিয়োগ করা হবে।

ইনফোসিসের চিফ এগজেকিউটিভ অফিসার সলিল পারেখই এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ইনফোসিসে ইতিমধ্যেই ১৭ হাজার কর্মী নিয়োগ করেছে ইনফোসিস। আরও কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। ২০ হাজার ফ্রেশার নিয়োগ করা হবে।

কোম্পানির তরফে জানানো হয়েছে, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরেও বিনিয়োগ করা হচ্ছে। একইসঙ্গে কর্মীদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কর্মদক্ষতা বাড়াতে। এতে সংস্থার আরও প্রজেক্ট পেতে সুবিধা হবে।

সম্প্রতিই ইনফোসিস বেতন বৃদ্ধির ঘোষণা করেছে। তবে কবে পরবর্তী বেতন বৃদ্ধি হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

যেখানে দেশের সবথেকে বড় তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে, সেখানে ইনফোসিসের এই সিদ্ধান্ত অনেকটাই স্বস্তি জোগাচ্ছে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ও নবাগতদের জন্য। টিসিএসের তরফে জানানো হয়েছে, সিনিয়র ও মিড লেভেল কর্মীদেরই ছাঁটাই করা হবে ধাপে ধাপে। একইসঙ্গে আপাতত সিনিয়র লেভেলে নিয়োগ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি আপাতত স্থগিত বেতন বৃদ্ধিও।