নয়া দিল্লি: দেশের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ অম্বানী, বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি বার্নার্ড আর্নল্ট, এই তথ্য প্রায় সকলেরই জানা। কিন্তু দেশের সবথেকে ধনী আমলা কে জানেন? লাখ টাকা বেতন হওয়া সত্ত্বেও তিনি মাত্র ১ টাকা বেতন নেন। এদিকে, তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা! কে এই ব্যক্তি জানেন?
দেশের সবথেকে ধনী আমলা হলেন অমিত কাটারিয়া। তিনি একজন আইএএস অফিসার। দীর্ঘদিন ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত, সরকারি কাঠাামো অনুযায়ী, তাঁর বেতন কয়েক লাখ টাকার উপরে। কিন্তু এই টাকা নেন না তিনি। বেতন হিসাবে মাত্র ১ টাকা নেন তিনি। এই সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেছেন তিনি নিজেই। জানিয়েছেন, আয়ের জন্য নয়, সমাজের পরিবর্তন আনতে তিনি আইএএস হয়েছেন। নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করতে চান। তবে নিজের পরিশ্রমকে সম্মান জানাতে তিনি ১ টাকা বেতন নেন।
এবার প্রশ্ন হল, এক টাকা বেতন নিলে, তিনি কোটি কোটি টাকার মালিক কীভাবে? তাঁর পরিবার একটি নামকরা নির্মাণ সংস্থার মালিক। গুরুগ্রামে এই নির্মাণ সংস্থা রয়েছে। এছাড়া তাঁর স্ত্রীও একজন পাইলট।
২০২৩ সালের জুলাই মাসের তথ্য অনুযায়ী, অমিত কাটারিয়ার সম্পত্তির পরিমাণ ৮.৮০ কোটি টাকা। ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ২৪ লক্ষ টাকা।
ডিএ, টিএ, এইচআরএ-র ভাতাগুলি বাদ দিয়ে আইএএস অফিসারদের বেতন প্রতি মাসে ৫৬,১০০ টাকা হয়। এটি প্রাথমিক স্তরের বেতন। মন্ত্রিপরিষদ সচিবের ক্ষেত্রে এই বেতন প্রতি মাসে আড়াই লক্ষ টাকা অবধি পৌঁছতে পারে। এছাড়া আইএএস অফিসাররা গ্রেড পে নামে অতিরিক্ত ভাতা পান, যা তাদের পদের উপর নির্ভর করে পরিবর্তিত হয়।