পকেটে আরও টান পড়তে চলেছে মধ্যবিত্তের। বাড়ল দুধের দাম। আমূল ব্র্যান্ডের দুধের দাম বাড়ল ৩ টাকা করে। শুক্রবারই গুজরাট (Gujarat) কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (The Gujarat Cooperative Milk Marketing Federation) এই দুধের দামবৃদ্ধির ঘোষণা করেছে। আজ থেকেই এই নয়া দাম কার্যকর হচ্ছে। গুজরাট ছাড়া বাকি সব রাজ্যেই নয়া দামেই দুধ কিনতে হবে সকল ক্রেতাদের। বর্তমানে ৫০০ মিলিলিটার আমূল তাজা (Amul Taaza) মিলবে ২৭ টাকায়। ৫০০ মিলি আমূল কাউ মিল্কের (Amul Cow Milk) দাম বেড়ে হল ২৮ টাকা। এবং ৫০০ মিলি আমূল এ২ বাফেলো মিল্ক (Amul A2 Buffalo Milk) এখন মিলবে ৩৫ টাকায়।
আমূলের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা জানান, গুজরাটে আমূল দুধের দাম বৃদ্ধি হচ্ছে না। তিনি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, “গুজরাট ছাড়া দিল্লি, মুম্বই ও কলকাতার বাজারে আমরা প্রতি লিটার দুধের দাম বাড়িয়েছে ৩ টাকা। এখনও পর্যন্ত গুজরাটে দুধের দাম বাড়ানো হয়নি।” GCMMF-র মুম্বইয়ের অফিসের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল থেকেই এই নয়া দাম প্রযোজ্য় হয়েছে।
এই দামবৃদ্ধির ফলে বাজারে এখন এক লিটার আমূল তাজা দুধ মিলবে ৫৪ টাকায়। এক লিটার আমূল গোল্ডের দাম হবে ৬৬ টাকা। এক লিটার কাউ মিল্কের প্যাকেটের দাম হবে ৫৬ টাকা। আর আমূল এ২ বাফেলো মিল্কের প্যাকেটের দাম হবে ৭০ টাকা। প্রসঙ্গত, এর আগেও পরপর দাম বাড়তে দেখা গিয়েছে আমূলকে। তবে তা শুধুমাত্র দিল্লি-এনসিআর এলাকাতেই সীমাবদ্ধ ছিল। এর আগে দিওয়ালিতে গুজরাট ছাড়া প্রায় সব রাজ্যেই আমূল গোল্ড, আমূল তাজা, আমূল শক্তির দাম বেডেছিল ২ টাকা করে। এবার কলকাতাবাসীর জীবনেও দামবৃদ্ধির প্রভাব পড়তে চলেছে।