মুম্বই : ফের সাজো সাজো রব আন্তিলিয়ায়। এবার বিয়ের পিঁড়িতে বসছেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানীর (Mukesh Ambani) কনিষ্ঠ সন্তান অনন্ত আম্বানী (Anant Ambani)। বৃহস্পতিবারই রাজস্থানের এক মন্দিরে বাগদান সারলেন অনন্ত ও রাধিকা মার্চেন্ট। রাধিকা-অনন্তের সম্পর্কের কথা অনেকেরই জানা। অম্বানী পরিবারের যে কোনও অনুষ্ঠানেই রাধিকাকে দেখা যায়। এবার সেই সম্পর্ক পরিনতি পেতে চলেছে। নতুন বছরেই বিয়ের আসর বসতে চলেছে।
মুকেশ ও নীতা অম্বানির কনিষ্ঠ সন্তান অনন্ত। শাইলা ও বীরেন মার্চেন্টের কন্যা রাধিকার সঙ্গে তাঁর অনেক দিনের সম্পর্ক। রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে এদিন বাগদান পর্ব সম্পন্ন হয়। পুরোহিতের উপস্থিতিতে এদিন পুরো অনুষ্ঠান হয় মন্দিরে। উপস্থিত ছিলেন পরিবারের কয়েকজন সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।
অনন্ত আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। বর্তমানে রিলায়েন্সের এনার্জি বিজনেসের দায়িত্বে রয়েছেন অনন্ত। আর রাধিকা বর্তমানে এনকোর হেল্থকেয়ারের বোর্ডের ডিরেক্টর, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন তিনি।
Heartiest congratulations to dearest Anant and Radhika for their Roka ceremony at the Shrinathji temple in Nathdwara. May Lord Shrinath ji’s blessings be with you always. #AnantAmbani pic.twitter.com/BmgKDFsPYh
— Parimal Nathwani (@mpparimal) December 29, 2022
এদিনের বাগদানের অনুষ্ঠানের বেশ কিছু ছবি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। অম্বানী পরিবারের তরফেই সে সব ছবি প্রকাশ করা হয়েছে। একটি নীল কুর্তা ও কারুকার্য করা জ্যাকেট পরেছিলেন অনন্ত। আর রাধিকার পরণে ছিল সাদার ওপর কারুকাজ করা লেহঙ্গা।
রাধিকা একজন নৃত্যশিল্পীও। ২০২২-এর জুনেই ‘আরাঙ্গেত্রম’ ছিল রাধিকার। মঞ্চে নৃত্য পরিবেশন করেন রাধিকা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অম্বানী পরিবারের সদস্যরা।