TCS Gets Land: টিসিএসকে মাত্র ৯৯ পয়সায় ২১.৬ একর জমি বরাদ্দ করল সরকার!
TCS Gets 21.6 Acres Land:২১.৬ একর জমি দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সবচেয়ে অবাক করা বিষয় হল এই জমিটি মাত্র ৯৯ পয়সায় লিজে দেওয়া হয়েছে টাটা গ্রুপকে। গুজরাটের মুখ্য়মন্ত্রী থাকাকালীন মোদীও আহমেদাবাদের কাছে সানন্দে ন্যানোর উৎপাদন কারখানা প্রতিষ্ঠার জন্য নামমাত্র মূল্যে টাটা মোটরসকে জমি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। জন বিক্ষোভের মুখে পড়ে সিঙ্গুর থেকে গুজরাটে গিয়ে কারখানা খুলেছিল টাটা মোটরস।

অন্ধ্রপ্রদেশের মন্ত্রিসভা টাটা গ্রুপের আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-কে ২১.১৬ একর জমি বরাদ্দের বিষয়ে নিয়ে ফেলল বড় সিদ্ধান্ত। ইতিমধ্যেই বিশাখাপত্তনমের রুশিকোন্ডার ৩ নম্বর আইটি হিলে অবস্থিত ২১.৬ একর জমি দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সবচেয়ে অবাক করা বিষয় হল এই জমিটি মাত্র ৯৯ পয়সায় লিজে দেওয়া হয়েছে টাটা গ্রুপকে। প্রসঙ্গত, এ যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদাঙ্ক অনুসরণ। গুজরাটের মুখ্য়মন্ত্রী থাকাকালীন মোদীও আহমেদাবাদের কাছে সানন্দে ন্যানোর উৎপাদন কারখানা প্রতিষ্ঠার জন্য নামমাত্র মূল্যে টাটা মোটরসকে জমি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। জন বিক্ষোভের মুখে পড়ে সিঙ্গুর থেকে গুজরাটে গিয়ে কারখানা খুলেছিল টাটা মোটরস।
বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ বিশাখাপত্তনমকে খ্যাতি প্রযুক্তি কেন্দ্র হিসেবে বিকশিত করবে। তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স প্রতিমন্ত্রী নারা লোকেশ নাইডু ঘোষণা জানিয়েছেন, টিসিএস লিজ নেওয়া জমিতে একটি অত্যাধুনিক উন্নয়ন কেন্দ্র স্থাপনের জন্য ১,৩৭০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে। এই কেন্দ্রটি প্রায় ১২,০০০ কর্মসংস্থান সৃষ্টি করবে। এমনকি স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে বলে আশা।
নাইডু ২০২৪ সালের অক্টোবরে টাটা হাউস পরিদর্শনের সময় অন্ধ্র প্রদেশে একটি বৃহৎ আকারের উন্নয়ন কেন্দ্র স্থাপনের জন্য টিসিএসকে প্রস্তাব দিয়েছিলেন।
জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে, “১২,০০০ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি আইটি ক্যাম্পাস স্থাপনের জন্য বিশাখাপত্তনম আইটি হিল নম্বর ৩-এ টিসিএসকে ২১.১৬ একর জমি বরাদ্দের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।”
প্রসঙ্গত, ইতিমধ্যেই বিজয়নগরমে ইস্পাত কারখানা সম্প্রসারণের জন্য মহামায়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি প্রস্তাবেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুন্টুর জেলার পাত্তিপাদুমণ্ডলের নাদিম্পলেমে ৬.৩৫ একর জমি ইএসআইসি (কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন) কে বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে ১০০ বেডের হাসপাতাল এবং কর্মচারীদের জন্য আবাসিক কোয়ার্টার নির্মাণের জন্য বরাদ্দের অনুমোদন দিয়েছে।
এলুরু জেলার দ্বারকা তিরুমালা মণ্ডলের আইএস রাঘবপুরমে শ্রী লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরের জন্য বিনামূল্যে ৩০ একর জমি বরাদ্দের অনুমোদন দিয়েছে।





