কলকাতা: বাবা পরলোক গত হতেই, কাগজের টুকরোর মতো সম্পর্ক ছিঁড়ে দিয়েছিল দুই ভাই। বর্তমানে ভাই মুকেশ অম্বানি ভারতের অন্যতম ধনকুবের। কিন্তু ধনীদের তালিকায় ভাইয়ের ধারে কাছেও নেই অনিল অম্বানি। ওয়াকিবহাল মহল বলে থাকে, ২০০৮ সালে শেয়ার বাজারের পতনের পর থেকেই আর উঠে দাঁড়াতে বারবার বেগ পেতে হয়েছে অনিল অম্বানিকে। এমনকি, সময়ের সঙ্গে নানা ভাবে শুধুই আর্থিক ধাক্কা খেয়েছেন তিনি।
তবে গত দু’দিনে শেয়ার বাজারে কার্যত খেলা ঘোরাচ্ছে অনীল অম্বানির সংস্থাই। যার জেরে নজর ঘুরেছে বিনিয়োগকারীদেরও। একটি প্রতিবেদন অনুযায়ী, গতকাল অনিল অম্বানির রিলায়েন্স পাওয়ার (Reliance Power) একদিনে চড়েছিল ১১ শতাংশ। বুধবারও একই ভাবে গোটা দিনে ৫ শতাংশ বৃদ্ধি দেখা গেল শেয়ারের দামে। বর্তমানে এই সংস্থার প্রতিটি শেয়ারের দর এসে দাঁড়িয়েছে ৩৯ টাকায়।
যখন বুধে গোটা দিনে ৭০০ পয়েন্ট পতন হল সেনসেক্সের, সেই সময় কীভাবেই বা এতটা নজির গড়া পারফরমেন্স দেখাল রিলায়েন্স পাওয়ার? বিশেষজ্ঞদের দাবি, নিজেদের আর্থিক কাঠামোকে মজবুত করতে আসরে নেমেছে অনিল অম্বানির এই সংস্থা। নতুন বছরেই নিজেদের ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ শোধ করেছে তারা। এছাড়াও, সম্প্রতি দেড় হাজার কোটি টাকার নতুন বিনিয়োগও তুলেছে তারা। যার জেরে নতুন করে গতি পেয়েছে সংস্থার শেয়ার।
বুধে বাজারে শঙ্কা
উল্লেখ্য, ট্রাম্পের নতুন শুল্ক হুঁশিয়ারিতে বুধবার সামান্য কম্পন দেখা গেল দালাল স্ট্রিটে। এদিন প্রায় ৭২৮ পয়েন্ট পড়ে সেনসেক্স এসে দাঁড়াল ৭৭ হাজার ২৮৮ পয়েন্টে। সেনসেক্সের মতো মাথা ঝোঁকাতে দেখা গেল নিফটি৫০-কেও। বুধবার গোটা দিনে এই সূচকটি ১৮১ পয়েন্ট পড়ে এসে ঠেকল ২৩ হাজার ৪৮৬ পয়েন্টে। একই ভাবে পতন হল Smallcap ও Midcap ইনডেক্সেও।