নয়া দিল্লি: উৎসবের মরশুমে মালামাল অ্যাপেল। নতুন আইফোন আনতেই হু হু করে বাড়ল বিক্রি। সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারত থেকে রেকর্ড রাজস্ব আয় করল অ্যাপেল সংস্থা। এরপরই বড় সিদ্ধান্ত নিয়েছে অ্যাপেল সংস্থা। দেশের চার মেট্রো শহরে নতুন দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার অ্যাপেল সংস্থার চিফ এগজেকিউটিভ অফিসার (CEO) টিম কুক ঘোষণা করেন যে অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে ভারতে রেকর্ড আয় হয়েছে। মূলত নতুন আইফোন ১৬ ও অ্যাইপ্যাডের বিক্রির কারণেই এত বিপুল লাভ হয়েছে। ভারতের পাশাপাশি মেক্সিকো, ব্রাজিল, মধ্য প্রাচ্য ও দক্ষিণ এশিয়াতেও অ্যাপেলের বিক্রি রেকর্ড পরিমাণে বেড়েছে।
সেপ্টেম্বরে ভারতে বিক্রি হওয়া মোট মোবাইলের ২২ শতাংশই অ্যাপেলের আইফোন ছিল। তাৎপর্যপূর্ণভাবে, ছোট ছোট শহরগুলিতে আইফোনের বিক্রি তুলনামূলকভাবে অনেকটাই বেড়েছে। উৎসবের মরশুমেই আইফোন ১৬-র আত্মপ্রকাশ অ্যাপেলপ্রেমীদের আকর্ষিত করেছে। এর জেরে বিক্রিবাট্টা আরও বেড়েছে।
ভারতে বিক্রি বাড়তেই সংস্থার তরফে রিটেল ব্যবসা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বেঙ্গালুরু, পুণে, মুম্বই ও দিল্লি এনসিআরে ফ্ল্যাগশিপ স্টোর খোলার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ভারতে অ্যাপেলের মাত্র দুটি ফ্ল্যাগশিপ স্টোর রয়েছে। নয়া দিল্লির সাকেটে এবং মুম্বইয়ের বিকেসি-তে।