
আজ থেকে প্রায় ৫০ বছর আগে ১৯৭৬ সালে দুই স্টিভের হাত ধরে যাত্রা শুরু করে অ্যাপেল সংস্থা। কিন্তু এই সংস্থার নাম অ্যাপেল কেন হল, জানেন কি? এই সংস্থার শুরুর কাজ যখন প্রায় শেষ পর্যায়ে, দুই প্রতিষ্ঠাতা স্টিভ জোবস ও স্টিভ ওজনিয়কের নোট বুকে রয়েছে দুটো নাম। এক্সিকিউটেক ও মেট্রিক্স ইলেকট্রনিক্স।
কর্পোরেট দুনিয়ার চোখে বা ইলেকট্রনিক্স সংস্থা হিসাবে এই দুটো নাম যথার্থ হলেও প্রতিষ্ঠাতাদের কাছে এই নামদুটো খুব একটা কদর পায়নি। ওই মন্দের ভাল হিসাবে ছিল আর কি। সেই সময় মাথা পরিষ্কার করতে ক্যালিফোর্নিয়ার এক ফার্মে যান স্টিভ জোবস। আর সেখানে গিয়ে তিনি অনুভব করেন, তাঁর সংস্থার নাম প্রাকৃতিক কোনও বিষয় বা জিনিসের সঙ্গে মিলিয়ে রাখবেন। তাঁর এই ইচ্ছায় সায় দেন অ্যাপেলের আর এক প্রতিষ্ঠাতা স্টিক ওজনিয়কও।
এর বাইরে তাঁদের আর একটা অদ্ভুত ইচ্ছাও ছিল। তাঁদের ইচ্ছা ছিল তাঁদের সংস্থার নাম টেলিফোন ডাইরেক্টরির শুরুর দিকেই যেন থাকে। তাহলে নম্বর খুঁজে পেতে সুবিধা হবে মানুষের। আর সেই কারণেই সংস্থার নাম দেন তাঁরা অ্যাপেল। ১৯৭৬ সালে যখন অ্যাপেল যাত্রা শুরু করে তখন সংস্থার নাম ছিল অ্যাপেল কম্পিউটার কোম্পানি। পরবর্তীতে সংস্থার নাম পরিবর্তন করে রাখা হয় অ্যাপেল ইনকর্পোরেটেড।
বর্তমানে অ্যাপেল আইফোন, ম্যাক ল্যাপটপ, ম্যাক পিসি, অ্যাপেল ওয়াচ সহ একাধিক পণ্য তৈরি করলেও শুরুর দিকে অ্যাপেল শুধুমাত্র ম্যাকিন্টস নামের কম্পিউটার তৈরি করত। পরবর্তীতে আসে আইপড। সেখান থেকে আসে আইফোনের কন্সেপ্ট। উল্লেখ্য, ম্যাকিন্টস কম্পিউটার থেকেই ছোট করে বর্তমানে ম্যাক কথাটি এসেছে।