
কয়েক দিন আগেই লঞ্চ হয়েছে অ্যাপেলের আইফোন ১৭ সিরিজ। নতুন ডিজাইন, শক্তিশালী ক্যামেরা ও A19 Pro চিপ নিয়ে লঞ্চ হল আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স। ভারতে এর দাম শুরু হচ্ছে ১ লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকা থেকে।
এবারের সবচেয়ে বড় পরিবর্তন এর ইউনিবডি অ্যালুমিনিয়াম ডিজাইন। এর ভেতরে রয়েছে ভেপার চেম্বার, যা ফোনকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এ ছাড়াও নতুন A19 Pro চিপের কারণে ১৭ সিরিজের ফোন আগের সিরিজের তুলনায় প্রায় ৪০ শতাংশ ভাল পারফরম্যান্স দেবে। ফোনের সামনে ও পেছনে রয়েছে সেরামিক শিল্ড ২, যা আগের সিরিজের ফোনে থাকা সেরামিক শিল্ডের তুলনায় ৪ গুণ বেশি মজবুত।
iPhone 17 Pro মডেলে তিনটি ৪৮ মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা থাকছে। এর মধ্যে রয়েছে একটি নতুন টেলিফটো লেন্স, যা দিয়ে ৮ গুণ পর্যন্ত অপটিক্যাল জুম সম্ভব। ভিডিয়ো নির্মাতাদের জন্য ProRes RAW ও Apple Log 2 সাপোর্টও যোগ করা হয়েছে। সেলফির জন্য রয়েছে ১৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
১৭ সিরিজের ফোনে আগের মতোই রয়েছে Super Retina XDR ডিসপ্লে। এর সর্বোচ্চ ব্রাইটনেস ৩০০০ নিটস। Pro Max মডেলের স্ক্রিন ৬.৯ ইঞ্চির। নতুন চিপের কারণে এই ফোনের ব্যাটারি লাইফ আগের ফোনগুলোর তুলনায় অনেক উন্নত করা হয়েছে, বলছে অ্যাপেল।
ভারতে iPhone 17 Pro (256GB) মডেলের দাম শুরু হচ্ছে ১ লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকা থেকে। iPhone 17 Pro Max (256GB)-এর দাম শুরু হচ্ছে ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা থেকে। এই প্রথম Pro Max মডেলে মিলবে ২ টেরাবাইট স্টোরেজ। তবে চমক থাকছে অন্য জায়গায়। আইফোন ১৬-এর ২৫৬ জিবির বেস মডেলের তুলনায় এবারের আইফোন ১৭-এর দাম ৭ হাজার টাকা কম থাকছে। অর্থাৎ, এবারে ৮২ হাজার ৯০০ টাকায় লঞ্চ হতে চলেছে আইফোন ১৭-এর বেস মডেল।
ক্যামেরা, পারফরম্যান্স এবং ডিজাইন, এই তিনের উপরই ভরসা রেখেছে অ্যাপেল। এই মিশ্রণ ভারতের প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা আরও বাড়াবে, তা বলাই বাহুল্য।