Apple iPhone Export: মোবাইল রফতানিতে ১ লক্ষ কোটি টাকার রেকর্ড! চিনকে কি পেছনে ফেলল ভারত?

Apple iPhone Export, Make in India: টাটা ইলেকট্রনিক্স, ফক্সকন ও টাটার অধীনস্ত পেগাট্রন ভারতে অ্যাপেলের আইফোন তৈরি করে। এক কথায় এই অসম্ভব সাফল্যের পেছনে মূলত রয়েছে অ্যাপলের এই ভারতীয় কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার।

Apple iPhone Export: মোবাইল রফতানিতে ১ লক্ষ কোটি টাকার রেকর্ড! চিনকে কি পেছনে ফেলল ভারত?
Image Credit source: x.com/theapplehub

Sep 15, 2025 | 1:52 PM

‘মেক ইন ইন্ডিয়া’ স্মার্টফোনের দাপটে এবার তৈরি হল নতুন ইতিহাস। চলতি অর্থবর্ষের প্রথম পাঁচ মাসেই অর্থাৎ এপ্রিল থেকে অগস্ট মাসের মধ্যে ভারত থেকে মোবাইল ফোন রফতানি ১ লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। গত বছরের তুলনায় যা বেড়েছে ৫৫ শতাংশ। যা এক কথায় অবিশ্বাস্য।

টাটা ইলেকট্রনিক্স, ফক্সকন ও টাটার অধীনস্ত পেগাট্রন ভারতে অ্যাপেলের আইফোন তৈরি করে। এক কথায় এই অসম্ভব সাফল্যের পেছনে মূলত রয়েছে অ্যাপলের এই ভারতীয় কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার। মোট রফতানির প্রায় ৭৫ শতাংশ অর্থাৎ ৭৫ হাজার কোটি টাকার ফোন তৈরি করেছে এই দুই সংস্থা।

বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় সরকারের প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ বা PLI স্কিম এই সাফল্যের পথ তৈরি করেছে। এই নীতির হাত ধরেই ভারত এখন আমেরিকায় স্মার্টফোন রফতানিতে চিনকেও পেছনে ফেলে দিয়েছে। এই বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে আমেরিকার বাজারে বিক্রি হওয়া মোট স্মার্টফোনের ৪৪ শতাংশই ছিল ভারতে তৈরি।

একটা সময় ভারত মোবাইল ফোনের জন্য মূলত আমদানির উপর নির্ভর করত। কিন্তু পিএলআই স্কিম সেই ছবিটা সম্পূর্ণ বদলে দিয়েছে। পিএলআই স্কিম ভারতে উৎপাদন ও ভারত থেকে স্মার্টফোন রফতানিতে এক নব জোয়ার নিয়ে এসেছে। এর ফলে আগামীতে আরও বড় বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।