
আমাদের দেশে বিক্রি হওয়া বেশিরভাগ ফোনই কোনও না কোনও চিনা সংস্থার। আর এবার এই মোবাইল তৈরি ও আমেরিকায় বিক্রির তথ্যে চিনকে বলে বলে গোল দিচ্ছে আমাদের দেশ। অবশ্যই এর পিছনে রয়েছে অ্যাপেলের হাত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে বেজিংয়ের উপর নির্ভরতা কমিয়ে ভারতে আইফোন নির্মাণে জোর দিচ্ছে এই আমেরিকান টেক জায়ান্ট।
সম্প্রতি প্রকাশ হয়েছে আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের একটি রিপোর্ট। এই রিপোর্ট থেকে জানা যায়, ২০২৫ সালের প্রথম ৫ মাসে আমেরিকায় আমদানিকৃত প্রতি ৩টি স্মার্টফোনের ১টি তৈরি হয়েছে ভারতে। ২০২৪ সালে ভারত থেকে আমেরিকায় আমদানিকৃত স্মার্টফোনের পরিমাণ ছিল ১১ শতাংশ। আর এই বছর ইতিমধ্যেই সেই সংখ্যা পৌঁছে গিয়েছে ৩০ শতাংশে।
তথ্য বলছে, এই বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ২ কোটি ১৩ লক্ষ ভারতে তৈরি মোবাইল আমদানি করেছে আমেরিকা। অর্থের বিচারে যা ৯৩৫ কোটি ডলার। ২০২৪ সালের তুলনায় বেড়েছে প্রায় ১৮২ শতাংশ। গত বছর পর্যন্ত চিন থেকে প্রায় ৮২ শতাংশ স্মার্টফোন আমদানি করত আমেরিকা। এই বছর ইতিমধ্যেই তা নেমে এসেছে ৪৯ শতাংশে। আমেরিকায় ফোন রফতানির নিরিখে ভারত উঠে এসেছে দ্বিতীয় স্থানে। চিনের ঠিক পরই। আর ভারতের পর তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম।
ভারতে আইফোন নির্মাণ নিয়ে বিরাট পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। আর সেই কারণেই কেন্দ্র চায় ২০২৮ সালের মধ্যে আইফোনের অন্তত ৩০ শতাংশ সরঞ্জাম লোকালাইজেশন করতে।