
অ্যাপেল মানেই ইনোভেশন। অ্যাপেল মানেই নতুন কিছু। আর সেই অ্যাপেলের আইফোনে শুরুর দিকে যে ধরনের নতুনত্ব থাকত বা নতুন মডেলে যে ধরনের চমকপ্রদ আপডেট দিত কর্তৃপক্ষ, তা ইদানিংকালে অনেকটা ম্রিয়মাণ হয়ে গিয়েছে বললে অত্যুক্তি হবে না। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন একাধিক ফিচার যুক্ত হওয়া শুরু হয়েছে অ্যান্ড্রয়েড ফোনে। ৫০, ১০০ বা ২০০ মেগাপিক্সল ক্যামেরা, ফোল্ডেবল ফোন, ফ্লিপ ফোন, ১০০ গুণ বা ১৫০ গুণ জুম। যদিও এর মধ্যে বেশ কিছু ফিচার সত্যিই কাজের। আবার অনেক ফিচার আসলে মার্কেটিং গিমিক।
এত ফিচারের সঙ্গে গত ২ বছরে যোগ হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু এই সবের মধ্যেও প্রতি বছরই অ্যাপেলের উপর বাড়তি কিছুটা আশা থাকে, যে তারা নতুন কিছু নিয়ে আসবে। কিন্তু প্রতি বছরই তেমন উল্লেখযোগ্য কিছু পরিবর্তন দেখা যায় না অ্যাপেলের ফোনে। কিন্তু সেই অপেক্ষার হয়তো অবসান হতে চলেছে।
আগামী বছর অ্যাপেল লঞ্চ করবে তাদের আইফোনের ১৮ সিরিজ। শোনা যাচ্ছে তার সঙ্গেই অ্যাপেল লঞ্চ করতে পারে ফোল্ডেবল আইফোন। আবার কিছু সূত্র বলছে আগামী বছরে ১৮ সিরিজের বদলে ফোল্ডেবল আইফোন লঞ্চ করবে অ্যাপেল। প্রয়োজনে তারা ২০২৭ সালে ১৮ সিরিজ লঞ্চ করতে পারে। আর গোটা বিশ্বে অ্যাপেলের যা ফ্যান, তাতে ফোল্ডেবল আইফোন একেবারে হটকেকের মতো যে বিক্রি হবে সে কথা নিঃসন্দেহে বিশ্বাস করে অ্যাপেল কর্তৃপক্ষ।
অ্যাপেলের এই ফোল্ডেবল আইফোন কেমন হতে পারে, তার একটা আঁচ দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়া সাইট এক্সে। সেখানে অনেক আইফোন এন্থুসিয়াস্ট আইফোনের ফোল্ডেবল মডেলের ছবি পোস্ট করা শুরু করে দিয়েছেন। তবে, আগামীতে যদি আইফোনের ফোল্ডেবল মডেল বাজারে আসে, তাহলে তা যে বাজারে এক নতুন আলোড়ন তুলবে, সে কথা না মনে বললেও চলে।